আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

জকিগঞ্জের মাওলানা ফখরুল ইসলাম ট্রাস্টের ফলাফল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৭ ১৯:৫০:৫৬

জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জের মাওলানা ফখরুল ইসলাম ট্রাস্টের বৃত্তি পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশিত হয়েছে। ট্রাস্টের সচিব ও জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ  মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৫ নভেম্বর ইবতেদায়ী ৫ম থেকে দাখিল দশম শ্রেণী পর্যন্ত মোট ৬টি জামাতে ও ১৭ নভেম্বর হিফজ প্রাথমিক, হিফজ মাধ্যমিক ও হিফজ তাকমিল ০৩ স্তরে মোট  ৯১৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এরমধ্যে ট্যালেন্টপুল ১৭ জন, প্রথম গ্রেড ৭০  জন এবং সাধারণ গ্রেডে ২২৪ জনসহ মোট  ৩১১ জন বৃত্তি প্রাপ্ত হয়েছে। পাশের শতকরা হার ৩৩.৯৮%।

এবারের ফলাফলে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা থেকে সর্বোচ্চ সংখ্যক ৩৫ জন ছাত্র/ছাত্রী প্রথম স্থানে বৃত্তি লাভ করায় সংখ্যাগত দিক দিয়ে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রথম স্থান অধিকার করেছে। এতে প্রথম স্থান অধিকারী শিক্ষা প্রতিষ্ঠান জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসাকে ট্রাস্টের পক্ষ হতে ১০ হাজার টাকা পুরুস্কার প্রদান করা হবে।

ফলাফল
ইবতেদায়ী ৫ম শেণী থেকে দাখিল ১০ম শ্রেণী পর্যন্ত বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের ফলাফল
ইবতেদায়ী ৫ম শ্রেণী : ট্যালেন্টপুলঃ ৫১০০, ৫১০৯ =০২জন। প্রথম গ্রেডঃ৫০১৫, ৫০৩৩, ৫১০১, ৫১০২, ৫১০৩, ৫১০৪, ৫১০৫, ৫১০৬, ৫১০৭, ৫১০৮, ৫১১০ =১১ জন। সাধারণ গ্রেডঃ৫০০৯, ৫০১০, ৫০১১, ৫০১২, ৫০১৪, ৫০২২, ৫০২৬, ৫০২৭, ৫০২৮, ৫০৩৬, ৫০৩৯, ৫০৪০, ৫০৪২, ৫০৫০, ৫০৫১, ৫০৫৫, ৫০৫৭, ৫০৫৮, ৫০৬৪, ৫০৬৫, ৫০৬৭, ৫০৮৩, ৫১১১, ৫১১৩, ৫১২০, ৫১২১, ৫১২২, ৫১২৪, ৫১২৬ =২৯ জন।

দাখিল ৬ষ্ঠ শ্রেণী:  ট্যালেন্টপুল ৬১৩১, ৬১৪১, ৬১৪৪, ৬১৪৫, ৬১৫১, ৬১৫৪ =৬জন। প্রথম গ্রেডঃ ৬০৪৫, ৬০৪৭, ৬০৪৯, ৬১২২, ৬১৪২, ৬১৪৯, ৬১৫০, ৬১৫২ =৮জন। সাধারণ গ্রেডঃ৬০০৩, ৬০০৮, ৬০১১, ৬০১২, ৬০১৪, ৬০২৩, ৬০২৪, ৬০২৫, ৬০৩১, ৬০৪৮, ৬০৫৪, ৬০৫৬, ৬০৫৭, ৬০৫৮, ৬০৫৯, ৬০৬৭, ৬০৬৮, ৬০৬৯, ৬০৭০, ৬০৭১, ৬০৭৪, ৬০৮০, ৬০৮১, ৬০৮৬, ৬০৯২, ৬১১৭, ৬১১৯, ৬১৩২, ৬১৩৬, ৬১৩৮, ৬১৩৯, ৬১৪০, ৬১৪৩, ৬১৪৬, ৬১৫৩ =৩৫ জন।

দাখিল ৭ম শ্রেণী ট্যালেন্টপুলঃ ৭০৭১ =১জন। প্রথম গ্রেডঃ৭০০২, ৭০০৪,৭০১৪, ৭০১৬, ৭০২৮, ৭০২৯, ৭০৫০, ৭০৫৬, ৭০৭০, ৭০৭৪, ৭০৭৫ =১১জন। সাধারণ গ্রেডঃ৭০০৩, ৭০০৬, ৭০০৭, ৭০০৮, ৭০১১, ৭০১৫, ৭০১৭, ৭০১৮, ৭০৩১, ৭০৪৮, ৭০৫২, ৭০৫৪, ৭০৫৫, ৭০৫৭, ৭০৫৮, ৭০৫৯, ৭০৬১, ৭০৬২, ৭০৬৫, ৭০৬৬, ৭০৬৭, ৭০৬৮, ৭০৭৩, ৭০৭৭, ৭০৭৮, ৭০৭৯, ৭০৮৭, ৭০৮৯, ৭০৯১, ৭১১১, ৭১১৪ =৩১জন।

দাখিল ৮ম শ্রেণী ট্যালেন্টপুলঃ ৮০১১, ৮০৪১ =২জন। প্রথম গ্রেডঃ৮০১২, ৮০২৫, ৮০৪৪, ৮০৫৫, ৮০৫৭, ৮০৬০, ৮০৭৪, ৮০৭৬, ৮০৯৭, ৮১২০, ৮১২১ =১১জন। সাধারণ গ্রেডঃ৮০০১, ৮০০২, ৮০০৬, ৮০১০, ৮০২০, ৮০৩৬, ৮০৪০, ৮০৪২, ৮০৪৩, ৮০৪৬, ৮০৪৭, ৮০৫০, ৮০৫২, ৮০৫৪, ৮০৫৬, ৮০৫৯, ৮০৬৩, ৮০৬৪, ৮০৭৭, ৮০৭৮, ৮০৮৪, ৮০৯৪, ৮০৯৫, ৮০৯৮, ৮০৯৯, ৮১০৫, ৮১০৬, ৮১০৮, ৮১১৩, ৮১১৬, ৮১১৭, ৮১১৯  =৩২ জন।

দাখিল ৯ম শ্রেণী ট্যালেন্টপুলঃ ৯০৮৫, ৯০৯৩ =২জন। প্রথম গ্রেডঃ ৯০৬২, ৯০৬৯, ৯০৮৪, ৯০৮৬, ৯০৮৮, ৯১২০ =৬জন। সাধারণ গ্রেডঃ৯০০২, ৯০০৩, ৯০২২, ৯০২৩, ৯০৩৬, ৯০৩৮, ৯০৩৯, ৯০৫০, ৯০৬১, ৯০৬৩, ৯০৭০, ৯০৭১, ৯০৭৪, ৯০৭৫, ৯০৭৬, ৯০৮১, ৯০৮২, ৯০৮৩, ৯১১২, ৯১২২, ৯১২৩, ৯১২৫, ৯১৩৪, ৯১৩৫ =২৪ জন।

দাখিল ১০মশ্রেণী ট্যালেন্টপুলঃ শুন্য। প্রথম গ্রেডঃ১০০০১, ১০০১৬, ১০০৬৩, ১০০৭০, ১০০৭১, ১০০৭২, ১০০৭৬, ১০০৭৯, ১০০৮০, ১০০৮১, ১০০৯০, ১০১২৯, ১০১৩৬, ১০১৩৮ =১৪ জন। সাধারণ গ্রেডঃ১০০০২, ১০০০৩, ১০০০৬, ১০০০৭, ১০০০৮, ১০০১০, ১০০১১, ১০০১২, ১০০১৩, ১০০১৫, ১০০২০, ১০০২১, ১০০২৩, ১০০২৫, ১০০২৮, ১০০৩১, ১০০৩২, ১০০৩৩, ১০০৩৪, ১০০৪১, ১০০৪২, ১০০৪৫, ১০০৬০, ১০০৬৯, ১০০৭৫, ১০০৭৮, ১০০৮৭, ১০০৮৮, ১০০৮৯, ১০০৯১, ১০০৯২, ১০০৯৪, ১০০৯৭, ১০০৯৮, ১০১০৫, ১০১০৭, ১০১০৮, ১০১১১, ১০১১৩, ১০১১৪, ১০১১৫, ১০১১৬, ১০১২১, ১০১২২, ১০১২৩, ১০১২৪, ১০১২৫, ১০১২৭, ১০১৩২, ১০১৩৩, ১০১৩৭, ১০১৩৯, ১০১৪০ =৫৩ জন।

ইবতেদায়ী ৫ম শ্রেণী থেকে দাখিল দশম শ্রেণী পর্যন্ত মোট ২৭৮ জন পরীক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছেন।

হিফজ প্রাথমিক স্তর: ট্যালেন্টপুলঃ শুন্য। প্রথম গ্রেডঃ ১০০৯, ১০৬০, ১০৬৬, ১০৬৭ =    ৪জন। সাধারণ গ্রেডঃ ১০০২, ১০০৬, ১০১০, ১০২০, ১০৩৩,  ১০৪১, ১০৪৭, ১০৫১, ১০৫৮ =৯জন।

হিফজ মাধ্যমিক স্তর: ট্যালেন্টপুলঃ ২০০৪, ২০১১, ২০১৮, ২০১৯ =  ৪জন। প্রথম গ্রেডঃ ২০১৩, ২০১৭, ২০২০, ২০২২ =৪জন। সাধারণ গ্রেডঃ২০১৫, ২০২৫ =২জন।

হিফজ তাকমিল স্তর: ট্যালেন্টপুলঃ শুন্য। প্রথম গ্রেডঃ ৩০১৮ =১জন। সাধারণ গ্রেডঃ৩০০২, ৩০০৪, ৩০০৫, ৩০০৮, ৩০১০, ৩০১২, ৩০১৩, ৩০১৫, ৩০১৬ =৯জন।

হিফজের তিন স্থরে মোট ৩৩ জন পরীক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/১৭ ডিসেম্বর ২০১৮/আহাতা/এমকে-এম

শেয়ার করুন

আপনার মতামত দিন