আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

দক্ষিণ সুরমার জালালপুরে নৌকার সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৮ ০০:৫৪:১৬

সিলেট : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, মাহমুদ উস সামাদ চৌধুরীকে নৌকায় ভোট দিয়ে পুনরায় বিজয়ী করলে উন্নয়ন অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদেরকে মনোনয়ন দিয়েছেন তারা নিবেদিত প্রাণ জনসেবক। তারা নির্বাচিত হলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা বৃদ্ধি পাবে। তাই আগামী ৩০ ডিসেম্বর সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরীকে নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান।

সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান সোমবার সন্ধ্যা দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মাহমুদ উস সামাদ চৌধুরী পক্ষে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন ও ছাত্রলীগ নেতা জাকারিয়া উল হকের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক সাইফুল আলম রুবেল, শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর আওয়ামী লীগ নেতা জুবের খান, জেলা আওয়ামী লীগ নেতা শহিদুর রহমান শাহীন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম, আওয়ামী লীগ নেতা প্রবাসী এডভোকেট আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা প্রবাসী আমিনুল ইসলাম ফয়সল, যুবলীগ নেতা শায়েখ আহমদ, ছাত্রলীগ নেতা আজিজুর রহমান, সুমন আহমদ, আব্দুল হাফিজ, এমদাদুল হক, মাহফুজ আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, যুবলীগ নেতা লায়েক আহমদ প্রমুখ।

পরে নৌকার সমর্থনে জালালপুর বাজারে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।


সিলেটভিউ২৪ডটকম/১৮ ডিসেম্বর ২০১৮/প্রেবি/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন