আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

পাপড়ি শিশুসাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার পেলেন যারা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৮ ১০:৪৭:২৩

সিলেট :: প্রকাশনা প্রতিষ্ঠান পাপড়ির আয়োজনে শিশুসাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার ২০১৮ ঘোষণা করা হয়েছে। দ্বিতীয়বারের মতো শিশুসাহিত্যের বিভিন্ন শাখায় এ পুরস্কার প্রদান করছে পাপড়ি।

এ বছর পুরস্কার পেয়েছেন শিশুতোষ ছড়ায় ফখরুল ইসলাম কল্প, কিশোর গল্পে আরাফাত শাহীন এবং কিশোর উপন্যাসে মুয়াজ বিন এনাম। পাপড়ি প্রকাশ-এর স্বত্ত্বাধিকারী কামরুল আলম জানান, শিশু-কিশোর উপযোগী মৌলিক সাহিত্যকর্ম সৃষ্টি করছেন এরকম তরুণদের উৎসাহ প্রদানের লক্ষ্যে আমাদের এ আয়োজন ছিল। অনেক ভালো পাণ্ডুলিপি জমা পড়েছিল এ প্রতিযোগিতায়।

শিশু-কিশোর উপযোগী ৫টি বিভাগে মৌলিক লেখার উপর ৫টি পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হলেও সকল বিভাগে মানসম্পন্ন পাণ্ডুলিপি জমা না হওয়ায় শিশুতোষ ছড়া ও কিশোর কবিতাকে একটি বিভাগ এবং শিশুতোষ গল্প ও কিশোর গল্পকে একটি বিভাগ বিবেচনা করে মোট ৩টি বিভাগে ৩টি পান্ডুলিপি নির্বাচন করা হয়েছে।

এ পাণ্ডুলিপিগুলো সম্পূর্ণরূপে পাপড়ির অর্থায়নে বই আকারে প্রকাশ করা হবে ২০১৯ সালের বইমেলায়। বই প্রকাশের পর এক অনুষ্ঠানের মাধ্যমে লেখকদের ক্রেস্ট, সম্মাননাপত্র ও লেখক সম্মানী বুঝিয়ে দেয়া হবে।

সিলেটভিউ/১৮ ডিসেম্বর ২০১৮/প্রেবি/ আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন