আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জের ৫টি আসনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৮ ১৬:৪১:৩৪

তাহিরপুর প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষার্থে আজ (মঙ্গলবার) থেকে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের মধ্যেই বিজিবি প্রতিটি নির্বাচনী এলাকার উপজেলা সদরে অবস্থান করছেন।

২৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম সুনামগঞ্জের সংসদীয় ৫টি আসনে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রতিটি প্লাটুনে ২০ জন করে বিজিবির সদস্য রয়েছে।

তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আজকের মধ্যেই জেলার সব কয়টি নির্বাচনী এলাকায় প্রাথমিক পর্যায়ে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবে।

সুনামগঞ্জ জেলার তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর, দিরাই, শাল্লা, জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজারে বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/১৮ ডিসেম্বর ২০১৮/এমএআর/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন