Sylhet View 24 PRINT

মৌলভীবাজারে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৮ ১৭:৩৯:৫১

মৌলভীবাজার প্রতিনিধি :: অভিবাসীর অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রুকন উদ্দিন।

বক্তব্য রাখেন- জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোঃ আতাউর রহমান,ব্যাংক ব্যবস্থাপক মোঃ সাইদুর রহমান,এড.আবু তাহের প্রমূখ।

অতিথিরা দিবসটি পালন উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিশু কিশোরদের মধ্যে সনদ ও ক্রেষ্ট বিতরণ করেন।


সিলেটভিউ২৪ডটকম/১৮ ডিসেম্বর ২০১৮/ওএফএন/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.