আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

জৈন্তাপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৮ ১৯:০৯:৫২

জৈন্তাপুর প্রতিনিধি :: আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে জৈন্তাপুর উপজেলায় প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন জৈন্তাপুর কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। অভিবাসীর অধিকার মর্যাদা ও ন্যায়বিচার এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তন হতে র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্তাসির হাসান পলাশ।

উপজেলা মাইগ্রেশন ফোরাম জৈন্তাপুর শাখার সহ-সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে ও ফিল্ড অর্গানাইজেশন অফিসার মামুন হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড'র সাবেক ডেপুটি কমান্ডার হাজী আনোয়ার হোসেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান, জৈন্তা ডি এস মাদ্রাসার শিক্ষক মাও. জসিম উদ্দিন সরকার।

আলোচনায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা মাইগ্রেশন ফোরাম জৈন্তাপুর উপজেলার শাখার সাধারণ সম্পাদক গোলাম সুবহানী, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল আহমদ সদস্য আব্দুর রশিদ, তুলন রানী দাস, এখলাছ উদ্দিন, সোহেল আহমদ বাবুল, আব্দুর রকিব প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৮ ডিসেম্বর ২০১৮/এমএইচ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন