আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

মন্ত্রীর চেয়ারে মোমেন, হচ্ছে সিলেট-ঢাকা চারলেন সড়ক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১১ ০০:১৭:১১

জ্যেষ্ঠ প্রতিবেদক :: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির চাকরি শেষে ২০১৫ সালের দিকে দেশে ফিরেন ড. এ কে আব্দুল মোমেন। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে সক্রিয় হন রাজনীতিতে। এর কিছুদিন পর সিলেটের উন্নয়ন নিয়ে বিশেষ পরিকল্পনার কথা সংবাদ সম্মেলন করে জানান মোমেন। তাঁর সেই পরিকল্পনায় ছিল সিলেট-ঢাকা মহাসড়ক চারলেনে উন্নীত হবে।

এ লক্ষ্যে সরকার মেগা প্রকল্পও গ্রহণ করেছিল। তবে নানা জটিলতায় শুরু হয়নি বৃহত্তর সিলেটের মানুষের এই বহুল প্রত্যাশিত দাবি পূরণের কাজ। অবশেষে সেই কাজ আগামী জুনের মধ্যে শুরু হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইশতেহারে সিলেট-ঢাকা মহাসড়ক চারলেনে উন্নীত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন। নির্বাচনে তিনি বিজয়ী হন। পরে স্থান পেয়েছেন মন্ত্রিসভায়, হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পরই থমকে থাকা সিলেট-ঢাকা মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে যোগাযোগ করেন ড. মোমেন। তিনি সরকারের উচ্চপর্যায়েও কথা বলেন।

এরই মধ্যে বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী জুন মাসের মধ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে সিলেট-ঢাকা মহাসড়ক চারলেন প্রকল্পের কাজ শুরু হবে। জাপান এই প্রকল্পে বিনিয়োগ করতে পারে।

জুনের মধ্যে প্রকল্পটির কাজ শুরু হয়ে গেলে ড. এ কে আব্দুল মোমেনের অন্যতম ‘নির্বাচনী প্রতিশ্রুতি’ পূরণ হওয়ার পথ খুলবে।

জানা গেছে, ২২৬ কিলোমিটার দীর্ঘ সিলেট-ঢাকা মহাসড়ক চারলেনে উন্নীত করার কাজ ২০১৭ সালে চীনের চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে চায়না হারবারের সাথে কাজের প্রাক্কলন ব্যয় নিয়ে দরকষাকষিতে একমত না হওয়ায় তাদেরকে কাজ দেয়ার সিদ্ধান্ত বাদ দেয়া হয়। ২০১৮ সালের শুরুর দিকে নিজস্ব অর্থায়নে এ প্রকল্পে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে শেষপর্যন্ত নানা জটিলতায় তাও হয়নি।

সিলেটভিউ২৪ডটকম/১১ জানুয়ারি ২০১৯/শাদিআচৌ/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন