আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

মেজরটিলায় বাস চাপায় নিহত যুবক ছাত্রলীগ কর্মী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১১ ০০:৪৮:৪৮

নিজস্ব প্রতিবেদক :: সিলেট শহরতলির মেজরটিলায় হানিফ পরিবহনের একটি বাসের চাপায় নিহত যুবক সারোয়ার খান (২০) ছাত্রলীগের কর্মী ছিল। সিলেট সরকারী কলেজে উচ্চ মাধ্যমিকে পড়া থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হয় সে।

সারোয়ারের রাজনৈতিক সহকর্মীরা জানান- ২০১৪ সালে মাধ্যমিক পাস করে সরকারী কলেজে ভর্তি হয় সে। তখন থেকেই কলেজে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠে সে। বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশেও থাকত তার সরব উপস্থিতি। ২০১৬ সালে সে উচ্চ মাধ্যমিক পাস করে। কলেজ জীবন শেষ করে সারোয়ার সিলেট জেলা ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হয়।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে মেজর টিলা এলাকায় বাস চাপায় প্রাণ হারায় সারোয়ার। এসময় তার সাথে থাকা অনিক নামের এক যুবক গুরুতর আহত হয়। বর্তমানে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছে।

জানা গেছে, কক্সবাজারে চকরিয়া উপজেলা থেকে যাত্রী নিয়ে হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-০৭৪৭) শাহপরান (রহ.) এর মাজারে আসে। মাজার থেকে ফেরার পথে মেজরটিলায় স্কলার্সহোমের সামনে পালসার মোটরসাইকেলে (সিলেট-ল-১১-২৯৮৫) থাকা দুই যুবককে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলে নিহত হন সরোয়ার।

সিলেটভিউ২৪ডটকম/১১ জানুয়ারি ২০১৯/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন