আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

কমলগঞ্জে শব্দকর সম্প্রদায়ের প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১১ ১৮:০৪:৪৮

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলা ভিক্ষাবৃত্তি নিরসন, বয়স্কদের ভাতা প্রদান, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণসহ নানা দাবিতে শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের প্রায় দু’শ প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় মুন্সীবাজার ইউনিয়নের মইডাইল গ্রামে উপজেলার ৩৭টি গ্রামের প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জগাই শব্দকরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের উপদেষ্টা আহমদ সিরাজ।

সভায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- সমাজকর্মী জওহর লাল দত্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপেন্দ্র শব্দকর, প্রতাপ শব্দকর, গোবিন্দ শব্দকর।

সভায় বক্তারা বলেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শব্দকর সম্প্রদায় অন্যতম। অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস, বাসস্থান সমস্যা, ভিক্ষাবৃত্তি প্রথা লেগেই আছে। এসব সমস্যা থেকে উত্তরণে ভিক্ষাবৃত্তি নিরসনকল্পে ভাতা প্রদান, কর্মসংস্থানের ব্যবস্থা, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন এর ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়।

এছাড়াও উপজেলার অপরাপর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মতো শব্দকর সম্প্রদায়ের সুযোগ সুবিধা প্রদানেরও দাবি জানান।

প্রতিনিধি সভায় প্রতাপ শব্দকরকে সভাপতি ও উপেন্দ্র শব্দকরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/১১ জানুয়ারি ২০১৯/জেএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন