Sylhet View 24 PRINT

অলংকারি ইউনিয়নে ২য় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১১ ১৯:১৭:২২

সিলেট :: বিশ্বনাথের ৩নং অলংকারি ইউনিয়ন ক্রিকেট ফেডারেশনের উদ্যোগে ২য় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার তাহির আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা হয়।

অলংকারি ইউনিয়ন ক্রিকেট ফেডারেশনের সভাপতি রাসেল মিয়ার সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি. এর পরিচালক এস. এম. নুনু মিয়া বলেন, যুব সমাজকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষায় খেলাধূলার প্রতিযোগিতা অগ্রণী ভূমিকা পালন করে। তাই সমাজের সামর্থ্যবানদের উচিত যুব সমাজকে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা দেয়া। এতে যুব সমাজের শারীরিক গঠনের পাশাপাশি মেধার বিকাশ ঘটানোর সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, বর্তমান সময়ে বিনোদনের অন্যতম একটি মাধ্যম খেলাধুলা। সুস্থ বিনোদনের মাধ্যমে যুব সমাজকে মাঠমুখী করতে হবে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধূলা চর্চার বিকল্প নেই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- অলংকারি ইউনিয়ন ক্রিকেট ফেডারেশনের সহ সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩নং অলংকারি ইউনয়িনের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সংগঠনের উপদেষ্টা আজম আলী, উপদেষ্টা সদস্য মাসুক মিয়া, হিরা মিয়া, আকলিছ আলী, আশিক মিয়া, খলিলুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, সহ সাধারণ সম্পাদক অনিক রঞ্জন অর্জুন, আলমগীর হোসেন শিপু, অর্থ সম্পাদক তোফায়েল আহমদ রুবেল প্রমুখ।

খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন আক্কাছ উদ্দিন আক্কাই, সহকারি রেফারির দায়িত্বে ছিলেন, গিয়াস উদ্দিন গিয়াস, সাইফুর রহমান পাবেল। খেলায় ট্রাইবেকারের মাধ্যমে রামধানা ফুটবল ক্লাব ৪-৩ গোলে মডার্ণ ফুটবল ক্লাব মনোকুপাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/১১ জানুয়ারি ২০১৯/প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.