Sylhet View 24 PRINT

নেতাদের সফরে তাকিয়ে সিলেট বিএনপি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৩ ০০:০৭:২১

রফিকুল ইসলাম কামাল :: এরশাদের স্বৈরশাসনের অবসানের পর দেশে যতো জাতীয় নির্বাচন হয়েছে, তন্মধ্যে এবারের মতো ভরাডুবি আর কখনোই হয়নি বিএনপির। নির্বাচনে বিএনপি পেয়েছে মাত্র সাতটি আসন। কিন্তু সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে একটিতে জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত দল গণফোরামের প্রার্থী বিজয়ী হলেও বাকি পাঁচটিতে বিএনপির কোনো প্রার্থীই জয় পাননি।

নির্বাচন পরবর্তী সময়ে সিলেটে বিএনপির নেতাকর্মীরা হতাশ। এখনও পর্যন্ত কেন্দ্র থেকে কোনো দিকনির্দেশনাও পাননি তৃণমূল নেতাকর্মীরা। এরকম অবস্থায় জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতাদের সফরের দিকে তাকিয়ে আছেন সিলেট বিএনপির নেতাকর্মীরা।

সিলেট বিএনপির নেতারা জানিয়েছেন, আগামীকাল সোমবার সকালে সিলেট সফরে আসছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাসহ আরো কয়েকজন নেতা সিলেটে আসবেন। তবে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন আসছেন না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ সিলেটভিউকে জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিমানযোগে সিলেট এসে পৌঁছাবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। এরপর তাঁরা বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুর গ্রামে যাবেন। সেখানে গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে দিন গুলিতে নিহত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের কবর জিয়ারত ও তার শোকসন্তপ্ত পরিবারকে স্বান্তনা দেবেন নেতৃবৃন্দ।

বিএনপি নেতা আলী আহমদ আরো জানান, বালাগঞ্জ থেকে ফিরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। পরে রাত ৮টার বিমানযোগে সিলেট ত্যাগ করবেন তাঁরা।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের এই সফরের মধ্য দিয়ে নির্বাচন পরবর্তী দিকনির্দেশনা পাওয়ার অপেক্ষায় আছেন সিলেট বিএনপির নেতারা। ‘প্রহসনের নির্বাচনের’ পর বিএনপি কোন পথ ধরে এগোবে, আন্দোলনের কৌশল কী হবে, নেতাকর্মীরা কী করবেন এসব বিষয়ে শীর্ষ নেতৃবৃন্দের কাছ থেকে নির্দেশনা আসতে পারে বলে মনে করছেন স্থানীয় বিএনপি নেতারা।

তবে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সিলেট সফরে আনুষ্ঠানিক কোনো বৈঠক বা সভা হচ্ছে না বলে জানা গেছে। অবশ্য অনানুষ্ঠানিকভাবে স্থানীয় নেতাদের সাথে কথা বলবেন তাঁরা।

এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ সিলেটভিউকে বলেন, ‘দেশে নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, পুলিশ প্রশাসন ও রাষ্ট্রীয় সংস্থার সহযোগিতায় যেভাবে ভোট ডাকাতি হয়েছে, তাতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। এর মাশুল দিতে হবে।’

তিনি বলেন, ‘ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচনের নানা অনিয়ম সম্পর্কে আমাদের কাছে তথ্য চেয়েছেন, আমরা তা দিয়েছি। তবে আমরা নির্বাচন পরবর্তী কোনো দিকনির্দেশনা পাইনি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবকিছু হয়তো পর্যালোচনা করছেন। তাঁরা সিলেট সফরে আসছেন, তাঁদের কাছ থেকে দিকনির্দেশনা পাওয়ার সম্ভাবনা আছে। আমরা বিভিন্ন বিষয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো।’

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম বলেন, ‘যেহেতু কেন্দ্রীয় নেতারা আসছেন, তাদের কাছ থেকে নির্বাচন পরবর্তী গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আমরা পাবো বলে ধারণা করছি।’

সিলেটভিউ২৪ডটকম/১৩ জানুয়ারি ২০১৯/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.