আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেট পৌঁছে মাজার জিয়ারত করলেন মন্ত্রী শাহাব উদ্দিন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৬ ১২:৪৬:১৫

ছবি: ইদ্রিছ আলী

নিজস্ব প্রতিবেদক :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ বুধবার প্রথমবারের মতো তিনদিনের সফরে সিলেট এসেছেন শাহাব উদ্দিন। আজ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ১১টা ৪০মিনিটে এসে সিলেট পৌছান তিনি।

বিমানবন্দর থেকে ‍তিনি প্রথমে হযরত শাহজালাল (রা.) এবং পরে শাহপরাণ (রা.) মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউজে উঠেছেন। সার্কিট হাউজে মধ্যাহ্ন বিরতি শেষে বিকেলে তিনি তার নির্বাচনী এলাকা বড়লেখার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

এদিকে, মন্ত্রী শাহাব উদ্দিনের বড়লেখা-জুড়িতে আগমন উপলক্ষে দলের নেতাকর্মীসহ স্থানীয়দের মাঝে আনন্দের বন্য বইছে। তারা এখন মন্ত্রীর আগমনের অপেক্ষায় সময় কাটাচ্ছেন।  মন্ত্রী শাহাব উদ্দিনের  প্রথম সফরকে ঘিরে  নির্বাচনী আসন বড়লেখা ও জুড়ীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ ও প্রশাসন। তাঁকে বরণ  করতে উপজেলার প্রধান সড়কগুলোতে তোরণ নির্মাণের পাশাপাশি লাগানো হয়েছে ব্যানার ও পোস্টার।

সিলেটভিউ২৪ডটকম/১৬ জানুয়ারি ২০১৯/এমকে-এম

@

শেয়ার করুন

আপনার মতামত দিন