Sylhet View 24 PRINT

এবার অবৈধ পানির সংযোগের বিরুদ্ধে অ্যাকশনে মেয়র আরিফ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৬ ১৯:৩৪:৪৯

সিলেট :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নগরীর বাণিজ্যিক ভবন ও বাসা-বাড়িতে অবৈধভাবে পানির সংযোগ, অনুমতি ছাড়া ভবন নির্মাণ করা যাবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি করে সিসিক মেয়র বলেন, অবৈধ উপায়ে যারা পানির সংযোগ স্থাপন করে পানি পান করেন তা একটি বড় অপরাধ।

তিনি বুধবার (১৬ জানুয়ারি) দুপুর থেকে নগরীর হাওয়াপাড়া ও মিরবক্সটুলা এলাকায় অবৈধ পানির সংযোগের বিরুদ্ধে অভিযান করতে গিয়ে এমন মন্তব্য করেন।
 
অভিযান কালে অন্তত ১২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বেশ কয়েকটি অবৈধ পানির পাম্প জব্দ সহ দুই লক্ষাধিক টাকা আদায় সাপেক্ষে দুই জনকে বৈধ পানির লাইনের অনুমতি প্রদান করা হয়। তারা হচ্ছেন, নগরীর হাওয়াপাড়ার মাহমুদ টাওয়ারকে ১ লাখ ৭২ হাজার ৬০০ টাকা ও সুফিয়া খাতুনকে ২২ হাজার ৮৪৬ টাকা পরিষোধ সাপেক্ষে নতুন করে পানির লাইনের অনুমতি প্রদান করা হয়।

অভিযানের সময় সিসিকের ওয়ার্ড কাউন্সিলর মো. আজম খান, নির্বাহী প্রকৌশলী মো: রুহুল আলম, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১৬ জানুয়ারি ২০১৯/প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.