Sylhet View 24 PRINT

বালাগঞ্জে ঠাকুর অনকুল চন্দ্রের জন্মোৎসব পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৭ ১২:০৯:০২

বালাগঞ্জ প্রতিনিধি :: অর্থ মন্ত্রানালয়ের সাবেক অতিরিক্ত সচিব, কবি ও সাহিত্যিক চৌধুরী হাবিবুর রহমান সিদ্দিক বলেছেন, সবাই নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চললে মানব জীবনে সফলতা অপরিহায্য। তিনি গতকাল বুধবার বিকালে শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্দ্রের জন্মোৎসব পালন উপলক্ষে বালাগঞ্জ সৎ সঙ্গ কর্তৃক আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ সৎ সঙ্গের উৎসব পরিচালনা কমিটির সহ-সভাপতি রিপন কান্ত দাস।
শিব শংকর বণিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক হিমাদ্রী শেখর রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন শ্রীহট্ট সৎসঙ্গ বিহারের ইন-চার্জ এসপিআর আশুতোষ দাস, এসপিআর রামকৃষ্ণ ভট্টচার্য, এসপিআর শ্যামাপদ ভট্টচার্য নেপাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. পবিত্র কুমার বণিক, সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বাপসার সিলেট জেলার সভাপতি রঙ্গেশ কুমার দাস, বাংলাদেশ পূজা পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার। স্বাগত বক্তৃতা করেন সৎসঙ্গ বালাগঞ্জের উৎসব পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দাস।

শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্দ্রের ১৩১তম জন্ম মহোৎসব উপলক্ষে সকালে শোভাযাত্রা, মাতৃ সম্মেলন, লীলা কীর্তন, আলোচনা সভা, গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৭ জানুয়ারি ২০১৯/মোজিরজি/ইআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.