Sylhet View 24 PRINT

এমসি কলেজের ত্রৈমাসিক পত্রিকা 'জাগরণের' জন্যে লেখা আহবান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৭ ১৭:৫২:৪২

এমসি কলেজ প্রতিনিধি :: আসছে ভাষার মাস ফেব্রুয়ারি, সেই উপলক্ষে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদের (মুকপ) নিয়মিত ত্রৈমাত্রিক পত্রিকা জাগরণের নতুন সংখ্যা প্রকাশ করতে যাচ্ছে।

এজন্য লেখা আহবান করেছে 'অখন্ড পৃথিবী অসীম কবিতা' স্লোগান কে সামনে নিয়ে ২০১১ সাল থেকে কাজ করা এমসি কলেজের এই সাতিহ্যিক সংগঠনটি।

মুকপ সূত্রে জানা যায়, এমসি কলেজের নিয়মিত শিক্ষার্থী ছাড়াও যে কেউ, কবিতা, ছড়া, প্রবন্দ,গল্পসহ মানসম্মত যে কোনো লেখা জাগরণে দিতে পারবেন।

তাই আগামী ৩০ জানুয়ারির মধ্যে জাগরণের ত্রয়োদশ সংখ্যায় মানসম্মত লেখা দেওয়ার মাধ্যমে নিজের অনুভূতিটা সবাইকে জানিয়ে আপনিও হতে পারেন জাগরণের একজন গর্বিত লেখক।

জাগরণে লেখা দেওয়ার জন্যে মুকপের "jagoronmc@gmail.com এই ই-মেইলে লেখা পাঠানো যাবে।

এছাড়াও জাগরণ বা লেখা সম্পর্কে কোনো বিষয়ে জানার থাকলে, 0176527656 (সুমন পাল), 01746466072 (সজল মালাকার), 01748553028 (ইমরান ইমন) 01779618905 (আশরাফ আহমেদ)  নাম্বারসমুহে যোগাযোগ করা যাবে।



সিলেটভিউ২৪ডটকম/১৭ জানুয়ারি ২০১৯/এএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.