আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

এমইউ’র আইন ও বিচার বিভাগের ওরিয়েন্টেশন সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৭ ১৯:১০:২০

সিলেট :: মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের স্প্রিং টার্ম ২০১৯ এর এলএলবি (অনার্স) ৪১তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসে এই ওরিয়েন্টেশন সম্পন্ন হয়।

বিভাগীয় প্রধান গাজী সাইফুল হাসানের সভাপতিত্বে ও প্রভাষক সাদিয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. এম. রবিউল হোসেন, এলএলএম (ইভিনিং) প্রোগ্রামের কো-অর্ডিনেটর শেখ আশরাফুর রহমান, সহকারী অধ্যাপক মো. শের-ই-আলম, প্রভাষক মিতু আক্তার, কাওসার মাহমুদ ও জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

বিভাগের শিক্ষকম-লী তাদের বক্তব্যে আইন শিক্ষা গ্রহণ করে সুনাগরিক হওয়া এবং দেশসেবায় নিজেকে নিয়োজিত করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। বক্তারা বিশ্ববিদ্যালয়ে পাঠ গ্রহণের উদ্দেশ্য ও একজন শিক্ষার্থীর করণীয় বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৭ জানুয়ারি ২০১৯/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন