আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

কুলাউড়ায় পাহাড় কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৭ ১৯:১৩:০০

কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়ায় অবৈধভাবে টিলা ও পাহাড় কাটার অপরাধে তিনজনকে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা করে তা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম জালালাবাদ এলাকায় ঝটিকা এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাদীউর রহিম জাদিদ।

জানা যায়, অবৈধভাবে পাহাড় ও টিলা কাটার গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মনবাজার ইউনিয়নের পশ্চিম জালালাবাদ এলাকা অভিযান চালানো হয়। এসময় ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে মাটি বহনকারী একটি ট্রাক জব্দসহ তিনজনকে আটক করা হয়। তারা হলেন একই এলাকার আব্দুল বাছিত, লাল সিয়া ও শফিকুর রহমান।

পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক তিন ব্যক্তিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। দ-িতরা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তিলাভ করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদিউর রহিম জাদিদ জানান, অভিযান অব্যাহত থাকবে।

সিলেটভিউ২৪ডটকম/১৭ জানুয়ারি ২০১৯/ এসএ/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন