আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বালাগঞ্জে ‘এম.এ ট্রাস্ট’র চিকিৎসাসেবা পেল ৫শতাধিক চক্ষুরোগী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৮ ০১:০৩:৪৬

বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ‘হাজী মকদ্দছ আলী এ- আহমদ আলী ট্রাস্ট’ (এম.এ ট্রাস্ট)’র উদ্যোগে ৫শতাধিক চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আলাপুরস্থ প্রয়াত মকদ্দছ আলী মেম্বারের বাড়িতে দিনব্যাপী এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন এমএ ট্রাস্টের চেয়ারম্যান আজমল আলী আনা।

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক মো. দুদু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া, ফরিদ উদ্দিন, আমেরিকা প্রবাসী ওয়ারিছ আহমদ, এমএ ট্রাস্টের সাধারণ সম্পাদক কয়েস আহমদ কয়েস, সমন্বয়ক জাহাঙ্গীর হোসেন, সমাজকর্মী সৈদুর রহমান, অলিউর রহমান সুজন, হাসান আহমদ, ওসমানীনগর ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. নাজমুন নাহার তান্নি, সিনিয়র কাউন্সিলার মুজাম্মিল হোসেন, কাউন্সিলার রুমানা বেগম, মো. রুবেল মিয়া, রুমি বেগম, জাহাঙ্গীর হোসেন, শামীম আহমদ প্রমুখ।

ওসমানীনগর উপজেলার তাজপুর ভার্ড চক্ষু হাসপাতালের সহযোগীতায় দিনব্যাপী চক্ষু শিবির চলাকালে প্রায় সাড়ে ৫’শ রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র, ঔষধ ও চশমা প্রদান করা হয়। এছাড়া ৩০জন জটিল চক্ষুরোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য ভার্ড চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সকালে চক্ষুশিবির উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহাদ্দিছ মাওলানা আব্দুল হাই উমরপুরী। সবশেষে শিরণী বিতরণী অনুষ্ঠিত হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৮ জানুয়ারি ২০১৯/জেআরজে/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন