আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৯ ০০:৩৭:৪২

নিজস্ব প্রতিবেদক :: \'প্রথম আলো বন্ধুসভা\' সিলেটের উদ্যোগে অনুষ্টিত হচ্ছে অমর একুশে বইমেলা-২০১৯।

নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আগামী ১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পক্ষকালব্যাপী চলবে এই বইমেলা।

প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলায় সিলেট ও দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে। এছাড়া কবি, সাহিত্যিক ও লেখকদের সাথে আড্ডার পাশাপাশি প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল ও লোকগানের আসর।

আয়োজক প্রথম আলো বন্ধুসভার সভাপতি শাহ সিকান্দার শাকির জানান, সিলেটে পাঠক তৈরী করাই আমাদের লক্ষ্য। বইয়ের সাথে আলোর পথেই আমরা আছি, থাকব। আমরা প্রতি বছর চাই নতুনভাবে কিছু করতে, এই লক্ষে আমাদের কাজ চলছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে প্রথমবারের মতো ৩দিনের অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়, তারই ধারাবাহিকতায় প্রতিবছরই এ আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। এবার তা চতুর্থ বছরে পা রাখল।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জানুয়ারি ২০১৯/এনআই/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন