আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

উপজেলা পরিষদ নির্বাচন: কানাইঘাটে নির্বাচনী মাঠে তৎপর যারা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৯ ০০:৪১:১০

মাহবুবুর রশিদ, কানাইঘাট :: সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এখন কানাইঘাটে বইছে নির্বাচনী হাওয়া। উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল চলতি মাসের শেষ দিকে অথবা ফেব্রুয়ারিতে ঘোষণা করা হতে পারে। হাতে সময় কম,তাই বসে নেই সম্ভাব্য প্রার্থীরা।

ইতোমধ্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে প্রার্থী হওয়ার ইচ্ছা ব্যক্ত করতে শুরু করছেন অনেকে। সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও সরব হয়ে উঠেছে।

কানাইঘাটে ২০১৪ সালে ২৩ মার্চ অনুষ্ঠিত হয়েছিলো উপজেলা পরিষদের নির্বাচন। ওই নির্বাচনে বিএনপি সমর্থিত আশিক উদ্দিন চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে ২৭ হাজার ৫শ ৪০ ভোট পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে দেশজুড়ে আওয়ামী লীগের জয়জয়কার হওয়ায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে কানাইঘাটে ক্ষমতাসীন দলের প্রার্থীদের তালিকাও বেশ লম্বা।

আওয়ামী লীগ থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এখন পর্যন্ত যাদের নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান মরহুম আব্দুর রকিবের পুত্র যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা সামসুজ্জামান বাহার, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম রানা, যুক্তরাজ্য যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামীম আহমদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আব্দুল খালিক, এছাড়াও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টমন্ডলীর সদস্য মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল মুমিন চৌধুরী'র নামও শোনা যাচ্ছে ।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কিনা তা এখনও জানা যায়নি। না করলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন টানা তিনবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান, জেলা বিএনপির সহ-সভাপতি আশিক উদ্দিন চৌধুরী। এছাড়া বিএনপি থেকে কানাইঘাট সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুন রশিদ মামুন, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর শরীফুল হকের নাম শোনা যাচ্ছে।

জামায়াতে ইসলাম থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে চেয়ারম্যান পদে যাদের নাম উচ্চারিত হচ্ছে তারা হলেন- সিলেট জেলা জামায়াতে ইসলামীর (উত্তর) আমীর হাফিজ আনোয়ার হোসেন খান, অধ্যাপক আব্দুর রহিম।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে যারা ইতোমধ্যে তৎপরতা চালাচ্ছেন তাদের মধ্যে- কানাইঘাট বড়চতুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন, সাংবাদিক এহসানুল হক জসীম।

ভাইস চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- কানাইঘাট বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম খোকন, সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা বদরুজ্জামান ইকবাল, জাপা নেতা কিউএম ফররুখ আহমদ ফারুক, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, স্বতন্ত্র ভাবে ডাক্তার ইসমাইল আলী চৌধুরী, সাংবাদিক শাহিন আহমদ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৎপরতা চালিয়ে যাচ্ছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, নারী নেত্রী সাবেক ইউপি সদস্যা রুবি রানী চন্দ্র, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রানী দাস, খাদিজা বেগম ও জাহানারা বেগম।

তবে তফসিল ঘোষণার পর প্রার্থীদের তালিকা আরও দীর্ঘ হতে পারে অথবা কমতেও পারে। বলা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করে, তাহলে মূল লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর মধ্যে। নতুবা আওয়ামী লীগের মনোয়ন পাওয়া প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে উপজেলা নির্বাচনের মূল লড়াই হবে বলে সচেতন মহল মনে করছেন।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জানুয়ারি ২০১৯/এমআর/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন