Sylhet View 24 PRINT

সিলেটে অ্যালিসের চোট নিয়ে শঙ্কা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৯ ০১:৪০:০৮

জ্যেষ্ঠ প্রতিবেদক :: অ্যালিস আল ইসলামকে তেমন কেউ চিনতেন না। বিপিএলে খেলতে নামার পরই তাকে চিনতে পারেন সবাই।

গত ১১ জানুয়ারি বিপিএলের ঢাকা পর্বে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামেন ঢাকা ডায়নামাইটসের স্পিনার অ্যালিস। সেদিন হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন।

এরপর ঢাকার একাদশে নিয়মিত হয়ে ওঠেন অ্যালিস। শুক্রবার (১৮ জানুয়ারি) সিলেট সিক্সার্সের বিপক্ষে খেলতে নেমে চোট পান অ্যালিস। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে করতে পারেননি এক বলও। বসে পড়েন মাঠে। পরে জানা গেছে, তার হাঁটুতে টান লেগেছিল।

মাঠ থেকে অ্যালিসকে কাঁধে করে বের করে নিয়ে যান হযরতউল্লাহ জাজাই ও মোহর শেখ। এরপর আর ফিরেননি মাঠে।

অ্যালিসের চোট নিয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে ইঙ্গিত মিলেছে, তার চোট বড় হতে পারে।

ঢাকা ডায়নামাইটসের ম্যানেজার আজম ইকবাল বলেছেন, ‘অ্যালিসের ইনজুরি এখন পর্যন্ত যা দেখছি আমরা, মনে হচ্ছে একটু বেশিই। আমরা এক্সরে, এমআরআই না করানোর আগে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে এখন পর্যন্ত দেখে ভালো মনে হচ্ছে না। ইনজুরিটা ওর হাঁটুতে। আশা করছি আগামী দুদিনের মধ্যে নিশ্চিত করে আপডেট দিতে পারব।’

সিলেটভিউ২৪ডটকম/১৯ জানুয়ারি ২০১৯/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.