আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে দিনব্যাপী শ্রুতির পিঠা উৎসব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৯ ১৮:৫৭:১৫

নিজস্ব প্রতিবেদক :: সাংস্কৃতিক সংগঠন শ্রুতির আয়োজনে ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টায় এ উৎসব সমাপ্ত হয়।

নগরীর সুবিদবাজারস্থ ব্লুবার্ড স্কুল ক্যাম্পাসে উৎসবের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব ও শ্রুতি উপদেষ্টা জয়ন্ত চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা।

উৎসবে ৩৪টি ষ্টলে নানা ধরণের পিঠা প্রদর্শন করা হয়। সারাদিন সিলেটের পিঠাপ্রেমী দর্শণার্থীর উপস্থিতিতে সরগরম ছিল উৎসব প্রাঙ্গন।

আয়োজকরা আগামীতে আরও বৃহত্তর পরিসরে এ উৎসব আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জানুয়ারি ২০১৯/এনএইচ-ই/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন