Sylhet View 24 PRINT

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৯ ২০:২৯:২০

সিলেট :: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট কর্তৃক সংগঠনের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তির বিজয়: ‘সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।

বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এদেশের রাজনীতি, সরকার ও দ্বিপক্ষ শক্তি সবাই হবে মুক্তিযুদ্ধের ধারক। মুক্তিযোদ্ধা বিরোধী কেহই এদেশের রাজনীতি করতে পারবে না। বাংলাদেশ জাতীয় সংসদ হবে রাজাকার মুক্ত সংসদ। এবারের নির্বাচনে ছিলনা কোন সাম্প্রদায়িক প্রচারণা। জনগণ ঘাতক দালাল জামাতীদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল করে নৌকা প্রতীকে ভোট দিয়ে বর্তমান সরকারকে বিজয়ী করেছে। ঠিক তেমনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা ধরে রাখতে হবে। এবারই জামায়াত মুক্ত সংসদ পেয়েছি আমরা। জাতি আজ ঐক্যবদ্ধ। এ ঐক্য ধরে রাখতে হবে। শেখ হাসিনা এদেশের আইনের শাসন প্রতিষ্ঠান করেছেন। আন্তাজার্তিক ট্রাইব্যুনাল গঠন করে বঙ্গবন্ধুর হত্যার ঘাতক দালালদের বিচার করেছেন। আমরা বিশ্বাস করি শেখ হাসিনা এদেশকে দুর্নীতিমুক্ত, সুশাসিত অসাম্প্রাদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবেন। সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধী বিচার করবেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো:আকরাম আলী।

বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা মো: হেলাল উদ্দিন, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি মো: আরিফ মিয়া, সিনিয়র সাংবাদিক ও নির্মূল কমিটি নেতা আল আজাদ, রফিক উদ্দিন আহমদ, কাউন্সিলর নাজনীন আক্তার কনা, কাউন্সিলর এড সালমা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, শিক্ষক প্রতাপ চক্রবর্তী, জাতীয় হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ নেতা গোপীকা শ্যাম পুরকায়স্থ, জাফর চৌধুরী ,সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী, আবু তাহের, মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা নুর আহমেদ কামাল, শেখ মো: আলম প্রমূখ।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জানুয়ারি ২০১৯/প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.