আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে সেবার-এবারে সিক্সার্সের কতো তফাৎ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২০ ০০:০২:২৩

জ্যেষ্ঠ প্রতিবেদক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর্রে সিলেটি মালিকানায় প্রথমবারের মতো কোনোও ফ্র্যাঞ্চাইজির আত্মপ্রকাশ ঘটে ‘সিলেট সিক্সার্স’ নামে। এটা ২০১৭ সালের কথা। সেবার বিপিএলের শুরুটাই হয়েছিল সিলেটে।

আর শুরুতেই চমকে দিয়েছিল সিলেট সিক্সার্স। নিজেদের ঘরের মাঠে সেবার তারা খেলেছিল চার ম্যাচ। তন্মধ্যে জয় ছিল তিনটিতেই। এর মধ্যে প্রথম তিনটি ম্যাচেই জয়ের দেখা পায় ওই সময়ে নাসির হোসেনের নেতৃত্বে থাকা সিলেট সিক্সার্স।

কিন্তু এবার বিপিএলের ষষ্ঠ আসরে আর ঘরের মাঠে কপাল খুলেনি সিলেট সিক্সার্সের। সেবারের মতো এবারও সিলেটে চারটি ম্যাচ খেলেছে সিলেট সিক্সার্স। কিন্তু এবার চার ম্যাচের মধ্যে তিনটিতেই হার মানতে হয়েছে তাদেরকে। এ যেন গত আসরের সম্পূর্ণ বিপরীত চিত্র।

গেল ১৫ জানুয়ারি সিলেট সিক্সার্স ৬৮ রানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে অলআউট হয়ে হারে ৮ উইকেটে। পরদিন রংপুরকে হারায় ২৭ রানে।

এর পরের দুই ম্যাচে টানা হার। ১৮ জানুয়ারি ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে এবং ১৯ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে সমান ৬ উইকেটে হারে সিলেট সিক্সার্স।

সিলেটভিউ২৪ডটকম/২০ জানুয়ারি ২০১৯/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন