আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথে দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকের বৃত্তি বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২১ ১৯:৩৪:০৮

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসীরা বিদেশের মাটিতে শুধু নিজেদের সুখ নিয়ে চিন্তা করেন না। তারা নিজেদের কষ্টা র্জিত অর্থ দিয়ে দেশের সকল ক্ষেত্রের উন্নয়ন সাধনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি প্রবাসীদের এমন অবদানের ফলে আমাদের যুব সমাজ হচ্ছে সু-শিক্ষায় শিক্ষিত। মানুষের প্রতি মানুষের মানবতা জাগ্রত থাকার ফলে সমাজ সুন্দর ও শান্তিময় হয়ে উঠছে। তাই প্রবাসীদের মতো আমাদের সমাজে থাকা বিত্তবানদেরকেও সরকারের পাশাপাশি মানুষের সেবায় আরোও বেশি করে এগিয়ে আসতে হবে, আর প্রবাসীদেরকে দিতে হবে তাদের প্রাপ্য সম্মান।

তিনি সোমবার দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলার বরুণী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ‘দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকের’ উদ্যোগে এলাকার কৃর্তি শিক্ষার্থীর (৪৮ জন) মধ্যে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আরিফুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন ঘাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ট্রাস্টের কো-অর্ডিনেটর আবদুল কাইয়ুম।

বরুণী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দুদু মিয়ার সভাপতিত্বে ও দশঘর-নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আহাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকের সাবেক সাধারণ সম্পাদক ও এনআরবি ব্যাংকের ডাইরেক্টর মনির আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, মোঃ আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকের ট্রাস্টি মনির উদ্দিন আহমদ, মান্ধারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুরত মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকের যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম তুরণ মিয়া, ট্রাস্টি তকলিছুর রহমান, আবরোজ আলী, আবদুল কাইয়ুম, মকন মিয়া, ফারুক মিয়া, মঈন উদ্দিন, নোমান উদ্দিন, ইউপি মেম্বার চুনু মিয়া, আওয়ামী লীগ নেতা গয়াস মিয়া, যুবলীগ নেতা আবদুল করিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রিয়াজ উদ্দিন, ছাত্রলীগ নেতা সেলিম আহমদ, মহসিনুর রহমান, সংগঠক আরব আলী প্রমুখসহ আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

সিলেটভিউ২৪ডটকম/২১ জানুয়ারি ২০১৯/পিবিএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন