আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২১ ১৯:৩৭:২২

সিলেট :: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা সোমবার বিকাল ৪টায় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দ’র সভাপতিত্বে ও সঞ্জয় শর্মার পরিচালনায় আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেট’র উপদেষ্টা প্রণব জ্যোতি পাল।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন, সাজ্জাদ হোসাইন, শুভ্রত চৌধুরী, সঞ্জিত শর্মা প্রমুখ।
 
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা সর্বত্র বেসরকারিকীকরণ, বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণের ফলে গোটা শিক্ষা ব্যবস্থা বিপর্যয় হয়ে পড়ছে। মুষ্ঠিমেয় ব্যবসায়ী ও লুটেরা ধনিক গোষ্টীর হাতে শিক্ষাকে মুনাফা লুটের আয়োজন করে সরকার হাত গুটিয়ে নিয়েছে। সরকার এখনও সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে পারেনি। দেশে এখনো ২৫ হাজার গ্রামে কোন সরকারি প্রাথমিক স্কুল নেই, ২১ হাজার স্কুলে প্রধান শিক্ষকের পদ খালি, নেই প্রয়োজনীয় অবকাঠামো। বক্তারা, শিক্ষার বাণিজ্যিকীকরণ-সাম্প্রদায়িকীকরণ ও প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ছাত্র সমাজকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

সিলেটভিউ২৪ডটকম/২১ জানুয়ারি ২০১৯/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন