আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

শাবিতে ইসকনের ইয়ুথ ফেস্টিভ্যাল ৩১ জানুয়ারি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২১ ২০:২৩:১০

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ৩১ জানুয়ারি সিলেট অঞ্চলের ১৫তম ইসকন ইয়ুথ ফেস্টিভ্যাল-২০১৯ অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিলেট ইসকন এর অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাশ।

এ সময় আরো উপস্থিত ছিলেন শাবি’র আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, সংকীর্তন নিতাই দাস, সিদ্ধ মাধব দাস, বিশ্বম্ভর গৌরচন্দ্র দাস, ইসকন ইয়ুথ ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক দেবামৃত নিতাই দাস প্রমুখ।

লিখিত বক্তব্যে অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাশ বলেন, ৩১ জানুয়ারি বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিকাল সাড়ে তিনটা থেকে এ উৎসব শুরু হবে। ‘গোল্ডেন ডিয়ার’ স্লোগানে অনুষ্ঠিত এই ফেস্টিভ্যালে দেশ ও বিদেশের বিভিন্ন গুণী ব্যক্তিরা বক্তব্য রাখবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরেস্টি এন্ড এনভায়রমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. নারায়ণ সাহা, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, বাংলা বিভাগের ড. শরদিন্দু ভট্টাচার্য, ইসকন শ্রীধাম মায়াপুর থেকে ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি প্রিয়ম গদাধর গোস্বাগী মহারাজ, সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। এছাড়া যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে ও আদর্শ চরিত্র গঠনের লক্ষ্যে সেমিনারে বক্তব্য রাখবেন শ্রীপাদ বেণুধারী দাস ব্রহ্মচারী।

এছাড়া অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছে শাবিপ্রবি পূজা উদযাপন পরিষদ। ফেস্টিভ্যালে সিলেট অঞ্চলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

সিলেটভিউ২৪ডটকম/২১ জানুয়ারি ২০১৯/জেএম/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন