আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

ছাতকে হাওররক্ষা বাধেঁর পিআইসি নিয়ে মিথ্যা সংবাদে ইউএনওর প্রতিবাদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২২ ১০:৩৭:৪১

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :: ছাতকের ৩টি হাওরের ফসল রক্ষায় বাধঁ নির্মাণ ও সংস্কারে কাবিটা নীতিমালা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনে একটি দৈনিক পত্রিকায় মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পিআইসি মনিটরিং কমিটির সভাপতি আবেদা আফসারী।

সোমবার এক বিবৃতিতে তিনি জানান, উদ্দেশ্য প্রনোদিত হয়ে স্থানীয় এক সাংবাদিক তার মানহানির উদ্দেশ্যে তার বক্তব্য না নিয়েই মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে। যার কোনো ভিত্তি নেই।

সংবাদে উল্লেখ করা হয় বাধেঁর পাড়ের কোনো কৃষককে কমিটিতে রাখা হয়নি। কিন্তু সংবাদের একটি কলামে কমিটির সভাপতি ও সদস্য সচিব কৃষক বলে উল্লেখ করা হয় যা স্ববিরোধীতা। এবং সংবাদে উপজেলা নির্বাহী অফিসার অনিয়মের মাধ্যমে কমিটি করেছেন বলে উল্লেখ করা হয়।

কিন্তু উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের সকল বিভাগের প্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কমিটি করা হয়েছে। এবং গত বছরে বাধেঁর কাজে যেসব পিআইসি সঠিকভাবে কাজ সম্পন্ন করে সুনাম অর্জন করেছে তাদেরকেই কমিটিতে রাখা হয়েছে।

তিনি প্রকাশিত সংবাদের প্রতি দুঃখ প্রকাশ করে আগামী এসব সংবাদ প্রকাশে সংশ্লিষ্টদের আরও দ্বায়িত্ববান হওয়ার আহ্বান জানান।

সিলেটভিউ২৪ডটকম/২২ জানুয়ারি ২০১৯/এমএ/এমকে-এম

@

শেয়ার করুন

আপনার মতামত দিন