Sylhet View 24 PRINT

হাফিজ শিশু আব্দুল আহাদ বাঁচতে চায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২২ ১২:০২:২২

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর বড়বাজার আল হিকমা বিদ্যানিকেতনের মেধাবী ছাত্র হাফিজ মো. আব্দুল আহাদ। পবিত্র কোরআন শরীফ হাফিজিয়াতে অধ্যয়নরত  ১১ বছরের ছোট শিশুটি হার্টের ছিদ্র হয়ে মৃত্যু স্মরণাপন্ন। কিন্তু শিশু আহাদ বাঁচতে চায়, মুখস্ত করতে চায় পুরো কোরআন শরীফ।

শিশু আহাদের হার্টে অপারেশনের জন্য প্রয়োজন ৫ লক্ষ টাকারও বেশী। ছেলেকে বাঁচাতে সমাজের বৃত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন আব্দুল আহাদের বাবা সিলেটের খাসদবীর এলাকার বাসিন্দা খোকন মিয়া।

তিনি জানান, আব্দুল আহাদ কিছুদিন পূর্বে হঠাৎ অসুস্থ হলে নর্থ ইস্ট মেডিকেলের শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডা. মো. মনোজ্জির আলীকে দেখানো হয়। বিভিন্ন টেস্টের মাধ্যমে হার্টের ছিদ্র ধরা পরে।তারপর ঢাকার ইউনিভার্সেল কার্ডিয়াল হাসপাতালের প্রফেসর ডা. নাসির উদ্দিন আহমেদের শরণাপন্ন হলে তিনি বলেন, দ্রুত হার্টের অপারেশন করতে হবে। হার্টের অপারেশনের জন্য পাঁচ লক্ষ টাকার প্রয়োজন।

আব্দুল আহাদের ব্যয়বহুল চিকিৎসার খরচ দরিদ্র দিন মজুর পিতা খোকন মিয়ার পক্ষে বহন করা সম্ভব হচ্ছেনা। তাই খোকন মিয়া শিশুটিকে বাঁচানোর জন্য সকলের সাহায্যের আবেদন করেছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা-
নামঃ লতিফা খাতুন (অসুস্থ শিশুর মা),
একাউন্ট নং- ০৪৯১১২০০৪১৭০১,
আল আরাফাহ্ ইসলামি ব্যাংক (আম্বরখানা শাখা) সিলেট।
বিকাশ নাম্বার- ০১৯১২৩৮৪০৬৮, ০১৭২৫৪৭৩৬৭৭(পার্সোনাল)
যোগাযোগ- ০১৭৮৯৪৯৩১১৭ (খোকন মিয়া),
ঠিকানা- ৩২ পাঠানটুলা মদিনা মার্কেট সিলেট।

সিলেটভিউ২৪ডটকম/২২ জানুয়ারি ২০১৯/এসএ/নাই

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.