আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মন্ত্রীর কাছে আবেদন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২২ ১২:৩৩:৫১

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে জনপথ বিভাগের নির্মিত পরিদর্শন বাংলো, অফিস, বাসভবন, ওয়ার্কসপ, গ্যারেজসহ সরকারি-বেসরকারি প্রায় ৩০০ অবৈধ স্থাপনা রয়েছে।

আঞ্চলিক এ মহাসড়কের ০ কি.মি. থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত পার্শ্ববর্তী সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বরাবরে লিখিত আবেদন করা হয়েছে। সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য সচিব মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর  মন্ত্রী বরাবরে লিখিত আবেদন করেন।

সোমবার সকালে পোস্ট অফিসে ডাক রেজিস্ট্রি করে এই আবেদন করেন মালেক হুসেন পীর।

আবেদনের অনুলিপি সুনামগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ এবং সুনামগঞ্জ পিটিআই সুপার বরাবরে দেওয়া হয়েছে।

মালেক হুসেন পীর গণমাধ্যমকে বলেন, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের দুই দিকেই অনেক অবৈধ স্থাপনা গড়ে ওঠেছে। বিভিন্ন সময়ে এসব স্থাপনা মানুষের দুর্ভোগ ও অসুবিধার কারণ হয়ে দেখা দিচ্ছে। সময়ের প্রয়োজনেই এগুলো উচ্ছেদ জরুরি। মন্ত্রী বরাবর এসব স্থাপনাগুলো উচ্ছেদে লিখিত আবেদন করেছি। ব্যবস্থা না নেওয়া হলে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/২২ জানুয়ারি ২০১৯/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন