আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২২ ১৬:০০:৩৫

সুনামগঞ্জ প্রতিনিধি :: সাড়ে ৩ কোটি ৬৬ লক্ষ ৭৬ হাজার ৫শত ৪৩  টাকা মূল্যের মদ, বিয়ার, গাঁজা, বিড়ি, ইয়াবাসহ বিভিন্ন প্রকারের মাদকদব্য ধ্বংস করেছে ২৮ ব্যাটালিয়ান বর্ডার গার্ড সুনামগঞ্জ।

সোমবার দুপুরে বিজিবি কর্তৃক বিভিন্ন সময়ে আটককৃত মাদকদ্রব্য বোল্ডোজারের ভেঙ্গে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার মধ্যে ২০ হাজার ৮শত ৯৩ বোতল বিভিন্ন প্রকারের মদ (৩কোটি ১৩ লক্ষ ৩৯ হাজার ৫শত টাকা), ৫.৫ লিটার বাংলা মদ (১ হাজার ৬শত ৫০ টাকা), ৬শত ৪৯ বোতল বিভিন্ন প্রকার বিয়ার ( ১ লক্ষ ৬২ হাজার ২শত ৫০ টাকা), ১১.৮শত কেজি গাঁজা ( ৪১ হাজার ৩শত), ২৪ লক্ষ ৬৪ হাজার ৭শত ৯০ পিস বিভিন্ন প্রকার বিড়ি ( ৪১ লক্ষ ৯০ হাজার ১শত ৪৩ টাকা), ৩ হাজার ১শত ৩৯ পিস ইয়াবা (৯ লক্ষ ৪১ হাজার ৭শত টাকা)

মাদক দ্রব্য ধ্বংসকরণের আগে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ানের দরবার হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ, বিজিবিসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিজিবি সিলেট সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. শহিদুল ইসলাম(পিএসসি)।

সভাপতির বক্তব্যে সেক্টর কমান্ডার বলেন, বাংলাদেশ এখন পৃথিবীর ৪২ তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। ৩০ কিংবা ৩১ সালের মধ্যে ২৫ তম শক্তিতে পরিণত হবে। দেশের এমন উন্নতিতে পাশ্বর্তী দেশ সমুহ হির্ষান্বিত। একটি চক্র দেশের যুবসমাজকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। অসাধু ব্যবসায়িরা সীমান্ত এলাকা দিয়ে মাদকদ্রব্য দেশে নিয়ে আসছে। এদের প্রতিহত করতে হবে।

তিনি বলেন, দেশের চারদিকে যুবকদের মধ্যে যে অবক্ষয় দেখা দিয়েছে তার প্রদান কারণ মাদকের প্রাদুর্ভাব।  মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত। সকলকে সতর্ক থাকার আহবান জানান তিনি ।

মেজর মো. জালাল উদ্দীন জায়গীরদার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশিষ অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ, প্রেসক্লাবের ভারাপ্রাপ্ত সভাপতি বিজন সেন রায়, সাধারণ সম্পাদক শেরগুল আহমদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহামন রাজু, জেলা মাদক নিয়ন্ত্রক পরিদর্শক সাজেদুল হাসান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পরাগ কান্তি দে।

বক্তব্য রাখেন- শিক্ষার্থী প্রতিনিধি তুহিননূর। এসময় মাদকের বিরুদ্ধে স্বপথবাক্য পাঠ করেন পুলিশ সুপার মিজানুর রহমান। পরে ২৮ ব্যাটালিয়ানের মাঠে মাদকের বিরুদ্ধে নাটক ও জারিগান পরিবেশিত হয়।


সিলেটভিউ২৪ডটকম/২২ জানুয়ারি ২০১৯/এসএনএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন