Sylhet View 24 PRINT

আলোর ফেরিওয়ালা এখন মাধবপুরে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২২ ১৬:১১:৪৩

হবিগঞ্জ প্রতিনিধি :: ‘প্রধানমন্ত্রী উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ প্রকল্প বাস্তবায়ন করতে ‌আলোর ফেরিওয়ালা' এখন মাধবপুরে। ফোন করার ৫ মিনিটেই বিদ্যুত দেয়ার প্রতিশ্রুতি নিয়ে মঙ্গলবার দুপুরে মাধবপুরে ‘আলোর ফেরিওয়ালা’ উদ্বোধন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পল্লীবিদ্যু সমিতি নোয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম মো. মোশারফ হোসেন, হবিগঞ্জ পল্লীবিদ্যু সমিতির সভাপতি মিজানুর রহমান চকদার, জুনিয়র ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ওয়ারি ইন্সপেক্টর আব্দুল সালাম, সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম, লাইন ম্যান ফয়েজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এরশাদ আলী, প্রেসক্লাব সম্পাদক সাব্বির হাসান, বঙ্গবন্ধু পরিষদ মাধবপুর উপজেলার সাধারণ সম্পাদক মাখন চকদার, পল্লীবিদ্যু ইলেকটিশিয়ান নিখিল মালাকার প্রমূখ। 

বিদ্যুত কর্মকর্তারা জানান- ভ্যান অথবা টমটম (অটোরিক্স) দিয়ে বিদ্যুৎ ফেরি করে রাজপথে ঘুরছেন কয়েকজন লোক। তাদের কাছে বৈদ্যুতিক নানান সরঞ্জাম। কাগজপত্র রেডি করে ফোন করার ৫ মিনিটেই বিদ্যুৎ নিয়ে হাজির হন সবুজ কোকিলরা। মিটারের জামানত বাবদ সরকার নির্ধারিত ৪৫০ টাকা দিলেই সাথে সাথে দেয়া হয় বিদ্যুৎ সংযোগ।  মাত্র ৫ মিনিটের মধ্যে স্বপ্নের বিদ্যুতের আলোয় আলোকিত হয় গ্রাহকের বাড়ি।


সিলেটভিউ২৪ডটকম/২২ জানুয়ারি ২০১৯/কেএস/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.