Sylhet View 24 PRINT

দক্ষিণ সুনামগঞ্জে গণস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২২ ২২:২৩:১১

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: ঢাকা গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের স্থানীয় প্রতিনিধি লন্ডন প্রবাসী আব্দুল আওয়ালের উদ্যোগে দক্ষিণ সুনামগঞ্জে ২ দিনব্যাপী গণস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ২ দিনব্যাপী মেডিসিন, গাইনী, সার্জারী, চক্ষু, শিশু, আল্ট্রা, নাক-কান-গলা, দন্ত, ফিজিওথেরাপি,প্যাথলজিসহ বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ, পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের স্থানীয় প্রতিনিধি লন্ডন প্রবাসী আব্দুল আওয়াল, উপজেলা যুবলীগের সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, সমাজসেবক এনামুল করিম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক নেুরুল হক, ঢাকা গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আতোয়ার হোসেন, মেডিকেল অফিসার ডা. মিলন, ডা. দীপ রায়, ডা. আরফিন রহমান, ডা. নকিব, ডা. তৃপ্তি, গাইনী বিশেষজ্ঞ ডা. আনোয়ার, ডা. নাজমুন নাহার, ডা. শরিফা, সার্জারী বিভাগের ডা. শিশির, ডা. মামুন, চক্ষু বিশেষজ্ঞ ডা. ইমরান, শিশু বিশেষজ্ঞ ডা. মাহে মুনির নিঝুম, ডা. রেশু, আল্ট্রা বিশেষজ্ঞ ডা. সাবিকুন্নাহার লাকী, ডা. জান্নাতুল নাইম, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. নাফিউল, ফিজিওথেরাপিষ্ট শিপন আহমদ, লিজা, দন্ত বিশেষজ্ঞ ডা. রিংকু, প্যাথলজি বিশেষজ্ঞ নজরুল ইসলাম,ল্যাব টেকনেশিয়ান নুরুল আলম, লিটন, পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার নজরুল ইসলাম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২২ জানুয়ারি ২০১৯/এসকে/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.