আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

‘শিক্ষা নিয়েছে’ সিলেট আওয়ামী লীগ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২৩ ০০:১৫:১১

জ্যেষ্ঠ প্রতিবেদক :: শুক্রবার থেকে মঙ্গলবার। মধ্যখানে গেছে তিন দিন। এ সময়েই বদলে গেলো দৃশ্যপটও। যেন প্রবল সমালোচনা থেকে শিক্ষা নিয়েছে সিলেট আওয়ামী লীগ।

গেল শুক্রবার সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিলেটে আসেন। ঢাকা থেকে বিমানযোগে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। ওই সময় অর্থমন্ত্রীকে স্বাগত জানাতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে বিমানবন্দরে দেখা যায়নি। শুধুমাত্র সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম ছিলেন বিমানবন্দরে।

মন্ত্রী থাকা অবস্থায় মুহিত সিলেটে এলে তাকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল নামতো বিমানবন্দরে। অথচ গেল শুক্রবার মুহিতের হুইলচেয়ার ধরার মতো একজনও ছিলেন না সেখানে। এ নিয়ে ওঠে সমালোচনার ঝড়।

কাল মঙ্গলবার সন্ধ্যায় বিমানযোগে সিলেট আসেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নাহিদকে স্বাগত জানাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, শ্রমিকলীগের কেন্দ্রীয় সহসভাপতি এজাজুল হক এজাজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা আওয়ামী লীগ নেতা ডা. নাজরা চৌধুরী, আওয়ামী লীগ নেতা আব্দুল হাছিব মনিয়া, সৈয়দ মিসবাহ, যুবলীগের কেন্দ্রীয় সদস্য আব্বাছ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলছেন, সাবেক অর্থমন্ত্রী মুহিতকে স্বাগত জানাতে বিমানবন্দরে কেউ উপস্থিত না হওয়ায় যে সমালোচনার বন্যা বয়ে গিয়েছিল, সে বিষয়টিকে গুরুত্ব দিয়েছে সিলেট আওয়ামী লীগ। যে কারণে সাবেক শিক্ষামন্ত্রীকে স্বাগত জানাতে নেতারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/২৩ জানুয়ারি ২০১৯/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন