Sylhet View 24 PRINT

শাবিতে রিমের কনসার্ট ১৩ ফেব্রুয়ারি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-০৯ ১২:৪৩:২৭

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৮ বছর পূর্তি উপলক্ষে ক্যাম্পাসে উন্মুক্ত কনসার্ট' অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি।
‘OCTAFEST’ শিরোনামে এ কনসার্টের আয়োজক হিসেবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম মিউজিক্যাল সংগঠন 'রিম'।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনসার্টটি বিশ্ববিদ্যালয় এর হ্যান্ডবল গ্রাউন্ডে বিকেল ৩টা থেকে শুরু হবে । উক্ত কনসার্টে সিলেটের ব্যান্ডদল CHONICLE RHAPSODY  “SHLOK”,  “RUPOK”, “VOLTAGE”, “AXE-ALPHA”, “SPARTANS”  “TRIVA” এবং রিম মিউজিক্যাল ক্লাব সঙ্গীত পরিবেশন করবে। 

এছাড়া ভাষার মাস উপলক্ষে রিমের পক্ষ থেকে একটি বিশেষ সঙ্গীত পরিবেশন করা হবে। যা ভাষা শহিদদের প্রতি ট্রিবিউট হিসেবে পরিবেশন করা হবে বলে জানানো হয়।

কন্সার্টটিতে রিমের সহযোগিতায় রয়েছে “GET AMPED SERIES” এবং “GROUNDED CAVALRY” ।
সিলেটভিউ২৪ডটকম/০৯ ফেব্রুয়ারি ২০১৯/আআমা/ইআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.