Sylhet View 24 PRINT

বিয়ানীবাজারে যু্বক অপহরণের ঘটনায় তোলপাড়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৪ ০১:০৬:৪৪

সিলেটভিউ ডেস্ক :: বিয়ানীবাজারে এসএসসি ফলপ্রার্থী আখতারুজ্জামান রিয়াদ নামের এক যুবক অপহরণের ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। অপহরণের পর ঐ যুবক উদ্ধার হওয়ার পরে এ ঘটনা নিয়ে শুরু নয় নানা আলোচনা।

মুলত এ ঘটনার সাথে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম পল্লবের নাম উঠে আসায়ে উপজেলাজুড়ে আলোচনায় কেন্দ্রবিন্দুতে পরিনত হয় বিষয়টি।

জানা গেছে- গত সোমবার মোল্লাপুর ইউনিয়নের নাগেশ্বর এলাকার যে বাড়ি থেকে অপহৃত রিয়াদকে উদ্ধার করা হয়েছে সেটি আবুল কাশেম পল্লবের ক্রয়কৃত নতুন বাড়ি (পল্লবের বাড়ি) বলে গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পুলিশ। একই সাথে এ ঘটনায় গ্রেফতার হওয়া তিনজন পল্লব গ্রুপের কর্মী বলে জানা গেছে।
ঘটনায় জড়িত অপরদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবণী শংকর কর।
উল্লেখ্য, আখতারুজ্জামান রিয়াদ (১৬) পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক রুহুল আমিনের কনিষ্ঠ পুত্র। সে খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৪ মার্চ ২০১৯/ডেস্ক/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.