Sylhet View 24 PRINT

বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের অনুষ্ঠানে মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৯ ১৮:১০:১৩

সিলেট :: ‘‘আমরা বাঙালি সংস্কৃতিক বাহক-অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার’’ এই স্লোগানকে সামনে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান স্বাধীনতার মাস উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

মঙ্গলবার বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের শিক্ষার্থীরা দলগত আবৃত্তি পরিবেশন করেন।

বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় সাবর্নী গোস্বামী সূচির সঞ্চালনায় কবি আমিরুল ইসলাম, কবি আল মাহমুদ, কবি গোবিন্দ হালদার, মুহাম্মদ নুরুল হুদা ও কবি সৈয়দ সামসুল হকের কবিতায় কণ্ঠ দেন হিমেল, রনি, অজয়, পূজা, সূচি, আব্দুল­াহ, আদিত্য ও স্বপ্ন। আবহ সংগীতে ছিলেন দেবাশীষ বন্দোপাধ্যায়।



সিলেটভিউ২৪ডটকম/১৯ মার্চ ২০১৯/প্রেবি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.