Sylhet View 24 PRINT

ফুটবলে গ্রামগঞ্জ থেকে খেলোয়াড় তৈরি করতে হবে: কুচাইয়ে কাউন্সিলর আজাদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২২ ২৩:১৩:৪৩

সিলেট :: সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ বলেছেন, ক্রিকেটে আজ সারাবিশ্ব বাংলাদেশের উন্নতি দেখে মুগ্ধ। আমরা ফুটবলে এগিয়ে গিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই-আমরা পারি। আমাদের পারতে হবে। ফুটবলে আমরা এগিয়ে যেতে গ্রামগঞ্জ থেকে খেলোয়াড় তৈরি করতে হবে। তিনি বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। আজকের দর্শক এর জ্বলন্ত প্রমাণ।

তিনি শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমার কুচাইয়ে সিলেট ড্রিংকিং ওয়ার্টার দ্বিতীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনেলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কুচাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জনতা ক্লাবের উপদেষ্টা কামাল আহমদ কাবুলের সভাপতিত্বে ও সিলেট ড্রিংকিং ওয়ার্টারের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলার নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি, সিলেট মহানগর যুবলীগের সিনিয়র সদস্য জাকিরুল আলম জাকির, দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান ফয়সল আমীন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক শিপু, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক এহতেশাম হাসান লয়েছ, কুচাই ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, একতা গ্রুপের ব্যবস্থপনা পরিচালক সরওয়ার মাজেদ খান, ক্রিড়ানুরাগী বজলুর রহমান ফয়েজ, সায়েল চৌধুরী কামাল, আলমগীর হোসেন, ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সাগর, সাধারণ সম্পাদক সুমেল প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২২ মার্চ ২০১৯/প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.