Sylhet View 24 PRINT

সেই স্থাপনা রক্ষার পক্ষে মুহিত, হাসপাতালের জন্য বিকল্প জায়গা দেখার পরামর্শ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৪ ১৬:২৯:০৯

নিজস্ব প্রতিবেদক :: প্রায় দুইশত বছরের পুরনো ঐতিহাসিক স্থাপনা ‘আবু সিনা ছাত্রাবাস’ রক্ষার পক্ষে নিজের মতামত ব্যক্ত করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওই স্থাপনাটি রক্ষায় সিলেট জেলা হাসপাতালের জন্য বিকল্প জায়গা খুঁজে বের করতে সংশ্লিষ্টদের সুপারিশ করেছেন। মুহিত অর্থমন্ত্রী থাকাকালে জেলা হাসপাতালের প্রকল্পটি পাশ হয়েছিল।
সিলেট নগরীর চৌহাট্টায় প্রায় দুইশত বছরের পুরনো একটি চর্তুভূজাকৃতির ভবনে দীর্ঘদিন ধরে ওসমানী মেডিকেল কলেজের ‘আবু সিনা ছাত্রাবাসের’ কার্যক্রম চলে আসছিল। সম্প্রতি ওই ভবনটি ভেঙে সেখানে জেলা হাসপাতাল নির্মাণের কাজ শুরু হলে সচেতন মহল প্রতিবাদী হয়ে ওঠেন। পুরনো এই ভবনটিকে প্রত্মসম্পদ উল্লেখ করে তা রক্ষার দাবি জানান। ভবনটিকে সংস্কার করে সেখানে সিলেট বিভাগীয় জাদুঘর স্থাপনেরও দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। একই সাথে জেলা হাসপাতাল অন্যত্র নির্মাণেরও দাবি জানান তারা।

এই দাবির প্রেক্ষিতে রবিবার দুপুরে ‘আবু সিনা ছাত্রাবাস’ পরিদর্শনে যান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় তার কাছে ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত পুরনো ভবনটির ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। অবশেষে মুহিত প্রত্মসম্পদটি রক্ষায় জেলা হাসপাতাল অন্যত্র স্থাপনে বিকল্প জায়গা খোঁজার পরামর্শ দেন।

সাবেক অর্থমন্ত্রীর এই ইচ্ছা পোষনের পর শহরতলীতে আগামী ১৫ দিনের মধ্যে জেলা হাসপাতালের জায়গার ব্যবস্থা করার আশ^াস দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সদ্য সাবেক সভাপতি সি এম শফি সামি, ভাষা সৈনিক মতিন উদদ্ীন যাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান বাহার, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কীম, সেভ দ্যা হেরিটেজ এন্ড এনভায়রনমেন্টের প্রধান নির্বাহী আবদুল হাই আল হাদী, পরিকল্পনামন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের ব্যক্তিগত কর্মকর্তা জাবেদ সিরাজ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ২৪ মার্চ ২০১৯/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.