Sylhet View 24 PRINT

হাকালুকি হাওরে শখের পলোতে ২৭ কেজির বোয়াল!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৮ ০১:২১:০২

সিলেট :: হাকালুকি হাওরে উজাই ধরতে গিয়ে পলোতে আটকা পড়লো ২৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ।

আজ ভোরে বৃষ্টি থামার পর বিভিন্ন বয়সী লোক মাছ ধরতে হাকালুকি হাওরের যান। হাওরের হাঁটু-কোমরসমান পানিতে নেমে তাঁরা মাছ ধরতে শুরু করেন। এর মধ্যে স্বপন নামে এক ব্যক্তির পলোতে আটকা পড়ে ২৭ কেজি ওজনের একটি বোয়াল। স্থানীয় লোকজন এটাকে ‘উজাই’ ধরা বলে।

জুড়ী উপজেলার উত্তর জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আবু সাইদ স্বপন বলেন, তিনি শখে পলো নিয়ে মাছ ধরতে হাওরে যান। একপর্যায়ে একটি বোয়াল তাতে আটকা পড়ে। জোরে চেপে ধরেন। পরে তুলে দেখেন বোয়ালটি বেশ বড়। বাড়িতে নিয়ে আসার পর আশপাশের লোকজন মাছটি দেখতে ভিড় জমান। এটির ওজন হয় ২৭ কেজি। মাছটি কেটে নিজেসহ আত্মীয়স্বজন ভাগ করে নেন।

আবু সাইদ বলেন- শুধু বোয়াল নয়, অনেকে ঘনিয়া, আইড়, পাবদা ও কই মাছ পেয়েছেন। প্রতিবছর এ সময়টাতে বৃষ্টির পর হাওরের ভাসান পানিতে এ রকম মাছ পাওয়া যায়।

উপজেলার মৎস্য কর্মকর্তা মীর আলতাফ হোসেন বলেন, এখন মাছের প্রজনন মৌসুম। বৃষ্টি, বজ্রপাত ও নির্ধারিত তাপমাত্রায় মা মাছ ডিম ছাড়ার উদ্দেশ্যে নদী অথবা হাওরে স্রোতের বিপরীতে ছুটতে থাকে। আশপাশের ছোট খাল-বিলে তারা আশ্রয় নেয়। এ সুযোগে লোকজন এসব মাছ ধরতে নেমে পড়েন।

সিলেটভিউ২৪ডটকম/১৮ মে ২০১৯/শাদিআচৌ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.