Sylhet View 24 PRINT

সিলেট জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৯ ১১:৪০:৫৬

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেট জেলা প্রশাসকের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দীপ কুমার সিংহ ও ডিডিএলজি উপ-সচীব মীর মাহবুবুর রহমান।

সভায় সভাপতির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম পবিত্র মাহে রমযান উপলক্ষে সিলেটের বাজার গুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের মূল্য স্বাভাবিক থাকায় সংলিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদসহ সিলেট জেলার প্রতিটি উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ, প্রতিটি উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ এবং সরকারি প্রতিটি দফতরের প্রধানগণ।

জেলা উন্নয়ন সমন্বয় সভায় গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ জেলা প্রশাসক ও সংশ্লিষ্টদের কাছে জোরালো আবেদন করে বলেন- পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সিলেটের পর্যটন এলাকা গোয়াইনঘাট উপজেলার জলারবন রাতারগুল, প্রকৃতি কন্যা জাফলং, মায়াবতী ঝর্ণা, পান্তুমাই, জলপাথরের বিছনাকান্দি, সমতল ভূমির চা-বাগান জাফলংয়ে দেশ বিদেশ হতে হাজার হাজার পর্যটকের সমাগম হবে। ফলে দেশ বিদেশ থেকে আসা পর্যটকদের নিরাপত্তার বিষয়টি জেলা প্রশাসনকে গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে।

গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদপবিত্র ঈদুল ফিতরের ছুটিতে জাফলং ও বিছনাকান্দি পর্যটন এলাকায় যাতে চোরাবালিতে আটকে কোন পর্যটকের অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা না ঘটে সে বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, ট্যুরিষ্ট পুলিশ ও বিজিবি বিভাগকে আরো সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান।

সিলেটভিউ২৪ডটকম/১৯ মে ২০১৯/এমএএম/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.