Sylhet View 24 PRINT

সিলেটে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২০ ১৫:১৩:৪৪

সিলেট :: সিলেটে বাংলা টিভির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার (১৯ মে) রাত সাড়ে ১০টায় নগরীর জিন্দাবাজারস্থ ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) কার্যালয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বাংলা টিভির সিলেট প্রতিনিধি কাইয়ুম উল্লাসের সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সনাক সভাপতি সাংবাদিক আজিজ আহমদ সেলিম, ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক আল আজাদ, এসএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মূসা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন সভাপতি ফয়সল আহমদ বাবলু, ইমজার সাবেক সভাপতি আশরাফুল কবির, সাবেক সাধারণ সম্পাদক মইন উদ্দিন মঞ্জু, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক শঙ্কর দাশ, সিলেট ছাত্র ও যুবকল্যাণ ফেডারেশনের সভাপতি এইচ এম আব্দুর রহমান, এনটিভির সিলেট ব্যুরো প্রধান মইনুল হক বুলবুল, বণিকবার্তার সিলেট ব্যুরো প্রধান দেবাশীষ দেবু, ডিবিসি নিউজের প্রত্যুষ তালুকদার, এনটিভির মারুফ আহমদ, চ্যানেল টুয়েন্টিফোরের গুলজার আহমদ, বাংলাদেশ প্রতিদিনের আলোকচিত্রি নাজমুল কবির পাবেল, নিউএইজের বিজনেস করেসপন্ডেন্ট মাইস্নাম রাজেশ, সংস্কৃতিকর্মী বাদশা গাজী, বাংলা টিভির চীফ ক্যামেরাপার্সন এস আলম আলমগীর, ফোরভিশনের কর্ণধার জহির চৌধুরী, যমুনা টিভির মাইদুল হাসান রাসেল, নিউজ টুয়েন্টিফোরের ক্যামেরাপার্সন শফি আহমদ, মাইটিভির টুনু তালুকদার, আলোকিত সময়ের সিলেট ব্যুরো প্রধান সুলতান সুমন, আরটিভির হোসাইন আহমদ সুজাত, সংগঠক আঙ্গুর মিয়া, ইনডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপার্সন গোপাল বর্ধন, সিকান্দার গ্রুপের পরিচালক ফায়েক আহমদ শিপু, ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সেলিম আহমদ, যায়যায়দিনের দক্ষিণ সুরমা প্রতিনিধি সুমন আহমদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,‘ বাংলা টিভি লন্ডনে জন্ম নিয়ে প্রবাসী বাঙালিদের হৃদয়ে ব্যাপক আলোড়ন তোলেছিল। প্রবাসীদের নিয়ে এই টেলিভিশন দীর্ঘ পথ পারি দিয়ে বর্তমানে বাংলাদেশে ৩ বছরে পদার্পণ করেছে। ইতোমধ্যে বাংলা ভাষা, ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বজুড়ে তুলে ধরতে এই টিভি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করছে। আগামীতে বাঙালিকে বিশ্বের দরবারে মেলে ধরতে এই টেলিভিশন এগিয়ে যাবে বলে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন।



সিলেটভিউ২৪ডটকম/২০ মে ২০১৯/প্রেবি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.