Sylhet View 24 PRINT

নবীগঞ্জ ফার্মেসী ব্যবসায়ির ভুল ঔষধ সেবনে মৃত্যুর অভিযোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১২ ১৫:২৯:৪৩

নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জে ফার্মেসী ব্যবসায়ীর দেওয়া ভুল ঔষধ সেবনের কারণে আয়শা বেগম (৫৫) নামের এক বৃদ্ধা মহিলার মৃত্যুর অভিযোগ উঠেছে।

পুলিশ বুধাবার (১২ জুন) দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

এর আগে সোমবার (১১জুন) রাতে তিনি মারা যান। নিহত আয়শা বেগম উপজেলার বাউসা ইউনিয়নের বাসডর গ্রামের হোসেন আলীর স্ত্রী।

নিহত আয়শা বেগমের ছেলে সিরাজ মিয়া অভিযোগ করে বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। রাতে মায়ের মৃত্যুর সংবাদ শুনে চট্টগ্রাম থেকে বাড়ি আসি। পরে জানতে পারি ‘লো-প্রেসার’র কারণে দেবপাড়া বাজারের ফার্মেসি ব্যবসায়ী লকুজ মিয়ার কাছ থেকে ঔষধ আনতে গেলে লুকুজ মিয়া একটি এনার্জি জাতীয় স্যালাইন দেয়। কিন্তু এটি খাওয়ার পরপরই তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েন।’

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, ‘পুলিশ মৃতদহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। নিহতের পরিবারের দাবি ভুল ঔষধ খাওয়ানোর কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’




সিলেটভিউ২৪ডটকম/১২ জুন ২০১৯/এসএমএএইচ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.