Sylhet View 24 PRINT

বন্দরবাজার মহাজনপট্টি ও কালিঘাটে আরিফের উচ্ছেদ অভিযান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৬ ১৬:০৭:১৩

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর বন্দরবাজার, মহাজনপট্টি ও কালিঘাট এলাকায় অবৈধ পার্কিং ও ফুটপাতের অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

রবিবার (১৬ জুন) দুপুর ১২টা থেকে প্রায় দুইঘন্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

এসময় মেয়র যেসব ব্যবসায়ী অবৈধভাবে দোকানের সামনের অংশ বর্ধিত করেছেন তাদেরকে স্বেচ্ছায় তা সরিয়ে নেয়ার আহ্বান জানান। স্বেচ্ছায় না সরালে সিটি করপোরেশন ভেঙে ফেলবে বলে হুশিয়ার করে দেন।

অভিযান শেষে মেয়র আরিফ বলেন, ‘হেলদি সিটি’, ‘স্মার্ট সিটি’ ও ‘পর্যটন সিটি’ হিসেবে সিলেটকে সাজাতে প্রয়োজনীয় সবকিছু করবে সিটি কর্পোরেশন। এজন্য তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

অভিযানকালে সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার, ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ইলিয়াছুর রহমান, আব্দুল মুহিত জাবেদ, এসএম সওকত আমীন তৌহিদ উপস্থিত ছিলেন।

অভিযানে রাস্তার দু’পাশ ও ফুটপাত দখল করে ব্যবসার অভিযোগে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিপুল পরিমান মালামাল ও আসবাবপত্র জব্দ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/ ১৬ জুন ২০১৯/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.