Sylhet View 24 PRINT

সিলেটের সকল ওসিদের পুলিশ সুপারের ‘কঠোর নির্দেশ’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৫ ২১:১৯:২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট জেলার কোনো থানায় সাধারণ মানুষ যেন হয়রানি কিংবা ভোগান্তির শিকার না হন, এজন্য জেলার সব থানার ওসিদের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। সিলেটের নবাগত এই পুলিশ সুপার মঙ্গলবার বিকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান। সিলেটে পুলিশ সুপারের কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘কোনো মানুষ থানায় জিডি করতে গেলে, পুলিশ ভ্যারিফিকেশন সার্টিফিকেট আনতে গেলে এখন থেকে হয়রানিতে পড়তে হবে না। যদি থানার কোনো কর্মকর্তা হয়রানি করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।’

সিলেটের সকল থানা ‘অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষদের আশ্রয়স্থল’ হবে বলেও মন্তব্য করেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

তিনি বলেন, ‘পুলিশ প্রবাসীদের স্বার্থ রক্ষায় চেষ্টা করবে। প্রবাসীরা তাদের যেকোনো অভিযোগ, অনুযোগ টেলিফোনে কিংবা সরাসরি আমার কাছে জানাতে পারবেন। আমরা তাদের অভিযোগ গুরুত্ব দিয়েই দেখবো।’

সিলেটের পাথর কোয়ারির বিষয়েও কথা বলেন ফরিদ উদ্দিন। তিনি বলেন, ‘সিলেট থেকে পাথর যায় সারাদেশে। জাফলং, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জসহ বিভিন্ন কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলন করা হয়। এটি নিয়ন্ত্রণ করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ বিষয়টির সাথে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরও জড়িত। তবে পুলিশ পাথর উত্তোলন যাতে নিয়মতান্ত্রিক পর্যায়ে থাকে, সে বিষয়ে শতভাগ চেষ্টা করবে।’

সিলেটের বিভিন্ন স্থানে ডাকাতি দমন, ডাকাতদের গ্রেফতারের বিষয়ে পুলিশ জোর দিচ্ছে বলে জানান নবাগত এসপি।

মতবিনিময় সভায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সময় টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির ইকু, এটিএন বাংলা সিলেট ব্যুরো প্রধান শাহ মুজিবুর রহমান জকন, একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, বাংলানিউজ২৪ডটকম’র সিলেটে সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট নাসির উদ্দিন, দৈনিক একাত্তরের কথা’র চিফ রিপোর্টার মিসবাহ উদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/২৫ জুন ২০১৯/শাদিআচৌ/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.