Sylhet View 24 PRINT

সড়কের কাজে অনিয়ম, ক্ষেপলেন এমপি সামাদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৫ ২১:৪৪:২২

ফরিদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের বৈরাগীবাজার থেকে বারইগ্রাম মসজিদ রোডের সোয়া ২ কিলোমিটার পাকা রাস্তার মেরামতের কাজ চলছিল। গত ১৯ মে শুরু থেকে শুরু হওয়া এ কাজ করছিলেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স অনুপমা এন্টারপ্রাইজ। প্রায় ৬৪ লক্ষ টাকা ব্যয়ে ঠিকাদার বিধান রঞ্জনের তত্ত্বাবধানে সড়কের উন্নয়নের কাজ হচ্ছে।

অভিযোগ ছিল নিম্নমানের ইট পাথর ব্যবহার হচ্ছিক সড়ক সংস্কার কাজে। স্থানীয় ইউপি সদস্য বিষয়টি  উপজেলা প্রকৌশলী আফছর আহমদকে অবহিত করেন। উপজেলা প্রকৌশলী এ ব্যাপারে ঠিকাদার বিধান রঞ্জনকে পর পর ৩টি নোটিশ প্রদান করলেও নোটিশের কোন জবাব দেননি বিধান রঞ্জন। উপায়ান্তর না দেখে সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর দ্বারস্থ হোন উপজেলা প্রকৌশলী।

বিস্তারিত জানার পর এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ক্ষুব্ধ হয়ে ওঠেন। এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ঠিকাদার বিধান রঞ্জনকে ফোন করে বলেন, সিলেট-৩ নির্বাচনী এলাকার   উন্নয়নে কোন অনিয়ম চলবে না।

পরে তিনি আগামী ২৯ জুন ঠিকাদারকে সাথে নিয়ে রাস্তার কাজ পরিদর্শনের যাওয়ার কথা জানান সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী।

সিলেটভিউ২৪ডটকম/২৫ জুন ২০১৯/এফইউ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.