Sylhet View 24 PRINT

ঢাকা-সিলেট চারলেন বাস্তবায়নসহ ছয়দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৭ ০১:০২:০০

সিলেট :: ঢাকা-সিলেট চারলেন মহাসড়ক বাস্তবায়নসহ ছয়দফা দাবিতে রাজধানীতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছেন ঢাকাস্থ সিলেটের শিক্ষার্থীরা। জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বক্তারা এই ছয়দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি জোরালো দাবি উত্থাপন করেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে, ঢাকা-সিলেট চার লেনের রাস্তা দ্রুত বাস্তবায়ন, ঢাকা-সিলেট বিরতিহীন দু’টি আন্তনগর ট্রেন চালু, বৃটিশ আমলের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ রেললাইন সংস্কার, বরমচালে রেল দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা, ঢাকা-সিলেট রেলপথের আজমপুর স্টেশন থেকে সিলেট পর্যন্ত ডাবল লাইন স্থাপন করা, ঢাকা সিলেট রুটে মিটারগেজ থেকে ব্রডগেজে উন্নতি কর।

জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মো. শাহরিয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেক আজিজ চৌধুরীর পরিচালনায় মানবন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য দেন জালালাবাদ এসোসিয়েশনের সদস্য সেলিম চৌধুরী, ঢাবির সাবেক শিক্ষার্থী ও বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দুজ্জামান কামালী, সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন সোহেল, সুনামগঞ্জ সমিতির দপ্তর সম্পাদক রাজিব দে, বিশিষ্ট সংগঠক মানন চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক সাঈদ খান শাওন, জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর শাহরিয়ার, জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. এ হাসান, দৈনিক মানবকণ্ঠের চীফ রিপোর্টার আহমেদ সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নাট্য ও বিতর্ক বিষয়ক উপ-সম্পাদক মো. সাইদুল ইসলাম চৌধুরী, দৈনিক যুগান্তরের সাংবাদিক বিলাল হোসাইন সাগর, জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আজিজুর রহমান লিলু, ঢাবি মহসীন হল ছাত্রসংসদের রিডিংরুম সম্পাদক বিলাল হোসাইন, মৌলভীবাজার ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সায়েম আসরাফ, ঢাকাস্থ সুনামগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান, প্রতিভা বিকাশ ছাত্রকল্যাণ পরিষদ ঢাকা কলেজের সাধারণ সম্পাদক জে আর মাহমুদ, জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশেরর সহ সভাপতি নাঈম উদ্দিন প্রিয়, প্রতিভা বিকাশ ছাত্রকল্যাণ পরিষদ ইডেন কলেজের সভাপতি আফ্রিদিতি তাসনিম ও সেক্রেটারি জাকিয়া, সেভ দা ন্যাচার অব বাংলাদেশ সুনামগঞ্জ জেলার সভাপতি মো. ফাহিম রহমান। এছাড়া উপস্থিত ছিলেন আল আমিন, সোহাগ, শিপন, শামীম, সৌরভ, শুভ, ফয়সাল, জসিম, আসিফসহ ঢাকাস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।

সিলেটভিউ২৪ডটকম/২৭ জুন ২০১৯/ প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.