Sylhet View 24 PRINT

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গোয়াইনঘাটে সংবাদ সম্মেলন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৭ ১৬:৩২:০৫

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলা মৎস্য অফিসার  কার্যালয়ের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য অফিসার ফাহিমুল আরেফিন লিখিত বক্তব্যে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে গৃহিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

তিনি জানান আজ বুধবার থেকে ২৩ জুলাই মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে আজ সাংবাদিক সম্মেলন ও মাইকিং, বৃহস্পতিবার বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ। শুক্রবার হাট-বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে ভিডিও প্রদর্শনের মাধ্যমে বর্তমান সরকারের মৎস্য চাষের অগ্রগতি তুলে ধরা।

শনিবার ফরমালিন বিরোধী অভিযান ও মোবাইলকোর্ট পরিচালনা। রবিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে মৎস্য চাষের গুরুত্ব নিয়ে আলোচনা। সোমবার বিভিন্ন বিভিন্ন হাট-বাজারে মৎস্য চাষে আগ্রহী করে তুলতে ভিডিও প্রদর্শন। মঙ্গলবার আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান।

সিলেটভিউ২৪ডটকম/ ১৭ জুলাই ২০১৯/ এমএএম/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.