Sylhet View 24 PRINT

শাহজালালের ওরস নির্বিঘ্ন করতে মহানগর পুলিশের সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৯ ১৭:৫২:২৬

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে হযরত শাহজালালাল (রহ.) এর ৭০০তম ওরস মোবারক নির্বিঘ্ন করতে মতবিনিময় সভা করেছে সিলেট মহানগর পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টায় নাইওরপুলস্থ সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (পিওএম) তোফায়েল আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা, ডিএডি ফায়ার সার্ভিস জাবেদ হোসেন, ডিজিএফআই (ডিডি) মাহমুদুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. আশরাফুল হক, এনএসআই উপ-পরিচালক মো. শামসুজ্জোহা, সিলেট সিটি র্কপোরেশনের প্রতিনিধি, টুরিস্ট পুলিশের প্রতিনিধি, শাহজালাল মাজার কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন হোটেলের প্রতিনিধি।

উক্ত সভায় পবিত্র ওরস মোবারক চলাকালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রন বিষয়ে আলোচনা করা হয়।

মাজারের নিরাপত্তার স্বার্থে সকল সিসি ক্যামেরা সচল রাখাসহ আশেপাশের আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। এছাড়া ফায়ার সার্ভিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন তাদের নিজ নিজ মতামত তুলে ধরেন। 

বিষয়টি সত্যতা নিশ্চিত করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।


সিলেটভিউ২৪ডটকম/১৯ জুলাই ২০১৯/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.