Sylhet View 24 PRINT

গোলাপগঞ্জে নদী ভাঙ্গন রোধ ও রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৯ ১৯:৩২:৪২

গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে নদী ভাঙ্গণ রোধ ও রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর ২টায় উপজেলার ফুলবাড়ী ইউপির শিংপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আওলাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আবুল কালাম আজাদ, আব্দুল কাদির, আনা মিয়া, আব্দুল ফয়েজ, আজীব আলী ও আব্দুল মজিদ।

এসময় বক্তারা জানান, সুরমা ডাইক রোড পাকাকরণ ও শিংপুর গ্রামে সুরমার পাড়ে নদী ভাঙ্গণ রোধে ব্লক বসানো এ গ্রামের মানুষের দীর্ঘ দিনের দাবি। উপজেলার অবহেলিত শিংপুর গ্রামের মানুষের দুঃখ দেখার কেউ নেই। বারবার জনপ্রতিনিধিদের দারস্থ হয়েও কোন সুফল পাওয়া যায়নি। দুইবার এ গ্রামে মসজিদ নির্মাণ করলেও তালিয়ে যায় নদী ভাঙ্গণে।

নদী ভাঙ্গণ রোধে কার্যকর পদক্ষেপ ও রাস্তা পাকাকরণের জন্য উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন- প্রবীণ মুরব্বি পংকি মিয়া, ইজ্জাদ আলী, আব্দুল মান্নান, সাহাব উদ্দিন, আইয়ুব আলী, আব্দুল ওয়াহিদ, আব্দুস শহিদ, জালাল উদ্দিন, আব্দুল হক, এমরান আহমদ, ফলিক আহমদ, আজির আহমদ, রুবেল আহমদ, ফরহাদ আহমদ, ফাহিম, দিপু, ইয়াছিন, রাফি, মিলাদ, শাফি, হায়দার প্রমুখ।



সিলেটভিউ২৪ডটকম/২০ জুলাই ২০১৯/এএইচএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.